'ব্যাগে কী আছে...?' ওয়েটিংরুমের দিকে এগোচ্ছিলেন সুন্দরী তরুণী, GRP রেইড করতেই বেরল ঝাঁ চকচকে 'ইলেকট্রিক কেটলি', ঢাকনা খুলতেই, কেঁপে উঠল সবাই!

Last Updated:
Indian Railways: ভারতীয় রেল এক বিরাট পরিষেবা! প্রতিদিন শয়ে শয়ে ট্রেন এই পরিবহণ মাধ্যমে চলাচল করে। এককথায় দেশের মেরুদণ্ড হল এই রেল পরিষেবা। যার মাধ্যমে নিশ্চিন্তে হাজার হাজার মানুষ তাঁদের গন্তব্যে পৌঁছে যান নির্বিঘ্নে ও নামমাত্র খরচে।
1/12
 ভারতীয় রেল এক বিরাট পরিষেবা! প্রতিদিন শয়ে শয়ে ট্রেন এই পরিবহণ মাধ্যমে চলাচল করে। এককথায় দেশের মেরুদণ্ড হল এই রেল পরিষেবা। যার মাধ্যমে নিশ্চিন্তে হাজার হাজার মানুষ তাঁদের গন্তব্যে পৌঁছে যান নির্বিঘ্নে ও নামমাত্র খরচে।
ভারতীয় রেল এক বিরাট পরিষেবা! প্রতিদিন শয়ে শয়ে ট্রেন এই পরিবহণ মাধ্যমে চলাচল করে। এককথায় দেশের মেরুদণ্ড হল এই রেল পরিষেবা। যার মাধ্যমে নিশ্চিন্তে হাজার হাজার মানুষ তাঁদের গন্তব্যে পৌঁছে যান নির্বিঘ্নে ও নামমাত্র খরচে।
advertisement
2/12
একদম নিচুস্তরের মানুষ থেকে ধনী ও মধ্যবিত্ত, সকল ধরণের এই যাত্রীদেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে এই পরিষেবা। আর ট্রেনে যাতায়াতকারী প্রত্যেক যাত্রীরনিরাপত্তার দায়িত্বও বর্তায় রেলের উপর।
একদম নিচুস্তরের মানুষ থেকে ধনী ও মধ্যবিত্ত, সকল ধরণের এই যাত্রীদেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে এই পরিষেবা। আর ট্রেনে যাতায়াতকারী প্রত্যেক যাত্রীরনিরাপত্তার দায়িত্বও বর্তায় রেলের উপর।
advertisement
3/12
আবার এই ট্রেনের মাধ্যমেই সকলের অলক্ষ্যে চলে বিভিন্ন ধরণের অপরাধমূলক কার্যকলাপের ঘটনা যা প্রায়শই সামনে এসে পরে। আসলে ট্রেন ও স্টেশনের ভিড়ের মধ্যে এই ধরণের কার্যকলাপ চালানো খুবই সহজ হয়ে যায় অনেক সময়।
আবার এই ট্রেনের মাধ্যমেই সকলের অলক্ষ্যে চলে বিভিন্ন ধরণের অপরাধমূলক কার্যকলাপের ঘটনা যা প্রায়শই সামনে এসে পরে। আসলে ট্রেন ও স্টেশনের ভিড়ের মধ্যে এই ধরণের কার্যকলাপ চালানো খুবই সহজ হয়ে যায় অনেক সময়।
advertisement
4/12
যদিও এই ধরণের অপরাধমূলক কার্যকলাপ থামাতে ও ট্রেন পরিষেবাকে নিরাপদ রাখতে কসুর করেন না আরপিএফ এবং জিআরপি কর্মীরা। স্টেশন ও ট্রেনের কামরায় সর্বক্ষণ মোতায়েন থাকেন জওয়ানরা।
যদিও এই ধরণের অপরাধমূলক কার্যকলাপ থামাতে ও ট্রেন পরিষেবাকে নিরাপদ রাখতে কসুর করেন না আরপিএফ এবং জিআরপি কর্মীরা। স্টেশন ও ট্রেনের কামরায় সর্বক্ষণ মোতায়েন থাকেন জওয়ানরা।
advertisement
5/12
সম্প্রতি এমনই কিছু পুলিশ কর্মীদের তৎপরতায় এক বড় ঘটনা ফাঁস হয়ে যায় যা শুনলে আপনিও আঁতকে উঠবেন। ঘটনার সূত্রপাত এক স্লিপার কোচের ওয়েটিং রুমে। দিল্লি থেকে ট্রেনের স্লিপার কোচে ট্র্যাভেল করে কেরলের এর্নাকুলাম জেলার আলুভা রেলস্টেশনে পৌঁছন তরুণী। Representative Image
সম্প্রতি এমনই কিছু পুলিশ কর্মীদের তৎপরতায় এক বড় ঘটনা ফাঁস হয়ে যায় যা শুনলে আপনিও আঁতকে উঠবেন। ঘটনার সূত্রপাত এক স্লিপার কোচের ওয়েটিং রুমে। দিল্লি থেকে ট্রেনের স্লিপার কোচে ট্র্যাভেল করে কেরলের এর্নাকুলাম জেলার আলুভা রেলস্টেশনে পৌঁছন তরুণী। Representative Image
advertisement
6/12
স্টেশনে নামার পর তিনি ধীরে ধীরে ওয়েটিং রুমে যান। কিন্তু এরইমধ্যে পুলিশের কাছে এসে পৌঁছয় বড় তথ্য। তরুণীকে অনুসরণ করে পৌঁছয় জিআরপি। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হতেই দৃশ্যতই আতঙ্কিত হয়ে পড়েন মেয়েটি। Representative Image
স্টেশনে নামার পর তিনি ধীরে ধীরে ওয়েটিং রুমে যান। কিন্তু এরইমধ্যে পুলিশের কাছে এসে পৌঁছয় বড় তথ্য। তরুণীকে অনুসরণ করে পৌঁছয় জিআরপি। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হতেই দৃশ্যতই আতঙ্কিত হয়ে পড়েন মেয়েটি। Representative Image
advertisement
7/12
তরুণীর হাব ভাবে সন্দেহ হতেই পুলিশ তাঁর ব্যাগটি পরীক্ষা করে। আর ব্যাগ খুলতেই যা দেখা গেল, মুহূর্তে অফিসারদের চক্ষুচড়কগাছ। ব্যাগে রয়েছে একটা ইলেকট্রিক হিটার। তবে ব্যাগে রাখা ওই বৈদ্যুতিক ওয়াটার হিটারটি মোটেই যে সে হিটার ছিল না। Representative Image
তরুণীর হাব ভাবে সন্দেহ হতেই পুলিশ তাঁর ব্যাগটি পরীক্ষা করে। আর ব্যাগ খুলতেই যা দেখা গেল, মুহূর্তে অফিসারদের চক্ষুচড়কগাছ। ব্যাগে রয়েছে একটা ইলেকট্রিক হিটার। তবে ব্যাগে রাখা ওই বৈদ্যুতিক ওয়াটার হিটারটি মোটেই যে সে হিটার ছিল না। Representative Image
advertisement
8/12
পুলিশ তল্লাশি করতেই বেরিয়ে পড়ল আসল সত্যি। তরুণী তাঁর ব্যাগের ইলেকট্রিক কেটলিতে এমন কিছু বহন করছিলেন, যা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন। Representative Image
পুলিশ তল্লাশি করতেই বেরিয়ে পড়ল আসল সত্যি। তরুণী তাঁর ব্যাগের ইলেকট্রিক কেটলিতে এমন কিছু বহন করছিলেন, যা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন। Representative Image
advertisement
9/12
আসলে ওই তরুণী তাঁর কেটলিতে এমন কিছু লুকিয়ে রেখেছিলেন যা পুলিশও কল্পনা করতে পারেনি। শুনলে চমকে যাবেন চা-এর সেই কেটলির ভিতর থেকে পাওয়া যায় ১ কেজিরও বেশি MDMA যা অত্যন্ত সযত্নে লুকানো ছিল ইলেকট্রিক কেটলির কয়েলের ভিতর। Representative Image
আসলে ওই তরুণী তাঁর কেটলিতে এমন কিছু লুকিয়ে রেখেছিলেন যা পুলিশও কল্পনা করতে পারেনি। শুনলে চমকে যাবেন চা-এর সেই কেটলির ভিতর থেকে পাওয়া যায় ১ কেজিরও বেশি MDMA যা অত্যন্ত সযত্নে লুকানো ছিল ইলেকট্রিক কেটলির কয়েলের ভিতর। Representative Image
advertisement
10/12
ঘটনায় সামরিন আখতার নামের ওই তরুণীকে গ্রেফতার করে কেরল পুলিশ। তার বিরুদ্ধে মাদক পাচারের একটি বড় মামলা দায়ের করা হয়েছে। ১ কেজিরও বেশি MDMA (মিথাইলিনডিওক্সিমেথামফেটামিন) উদ্ধার করা হয়েছে ওই তরুণীর ব্যাগে পাওয়া ইলেকট্রিক কেটলি থেকে। Representative Image
ঘটনায় সামরিন আখতার নামের ওই তরুণীকে গ্রেফতার করে কেরল পুলিশ। তার বিরুদ্ধে মাদক পাচারের একটি বড় মামলা দায়ের করা হয়েছে। ১ কেজিরও বেশি MDMA (মিথাইলিনডিওক্সিমেথামফেটামিন) উদ্ধার করা হয়েছে ওই তরুণীর ব্যাগে পাওয়া ইলেকট্রিক কেটলি থেকে। Representative Image
advertisement
11/12
সবচেয়ে তাজ্জব বিষয় হল, মাত্র ছাব্বিশের তরুণীর নিষিদ্ধ মাদক লুকানোর পদ্ধতিটি ছিল এতটাই পেশাদার, যে প্রথম দর্শনেই তা শনাক্ত করা পুলিশের পক্ষেও ছিল প্রায় অসম্ভব। হিটিং কয়েল এবং হিটারের অন্যান্য অংশগুলি সরিয়ে সেখানেই ওষুধগুলি যত্ন করে রাখা হয়েছিল। আর অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করা ওই উপাদানটি হিটারের একটি অংশের মতো দেখাচ্ছিল। আর তাতেই ঘোল খেয়ে যাওয়ার উপক্রম হয়েছিল পুলিশের। Representative Image
সবচেয়ে তাজ্জব বিষয় হল, মাত্র ছাব্বিশের তরুণীর নিষিদ্ধ মাদক লুকানোর পদ্ধতিটি ছিল এতটাই পেশাদার, যে প্রথম দর্শনেই তা শনাক্ত করা পুলিশের পক্ষেও ছিল প্রায় অসম্ভব। হিটিং কয়েল এবং হিটারের অন্যান্য অংশগুলি সরিয়ে সেখানেই ওষুধগুলি যত্ন করে রাখা হয়েছিল। আর অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করা ওই উপাদানটি হিটারের একটি অংশের মতো দেখাচ্ছিল। আর তাতেই ঘোল খেয়ে যাওয়ার উপক্রম হয়েছিল পুলিশের। Representative Image
advertisement
12/12
জানা গিয়েছে ধৃত এই তরুণী সামরিন আখতার পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বর্তমানে কিছুদিন যাবৎ বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, সামরিন সম্প্রতি দিল্লিতে এসেছিলেন, যেখান থেকে তাকে এই চালানটি নিয়ে কেরল পৌঁছতে হয়। এর পিছনে এক বড় চক্র কাজ করছে বলেই পুলিশের অনুমান। Representative Image
জানা গিয়েছে ধৃত এই তরুণী সামরিন আখতার পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বর্তমানে কিছুদিন যাবৎ বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, সামরিন সম্প্রতি দিল্লিতে এসেছিলেন, যেখান থেকে তাকে এই চালানটি নিয়ে কেরল পৌঁছতে হয়। এর পিছনে এক বড় চক্র কাজ করছে বলেই পুলিশের অনুমান। Representative Image
advertisement
advertisement
advertisement