West Bengal News: ছিঃ! চার শিশুর বিরুদ্ধে এক 'পাষণ্ড'! যে লজ্জাজনক ঘটনা ঘটল গড়বেতায়...

Last Updated:

West Bengal News: পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গড়বেতা থানার পুলিশ অবশ্য গ্রেফতার করেছে।

মধ্যযুগীয় বর্বরতা গড়বেতায়
মধ্যযুগীয় বর্বরতা গড়বেতায়
#গড়বেতা: দড়ি দিয়ে বেঁধে ৪ জন শিশুকে মাটিতে ফেলে উত্তম-মধ্যম প্রহার করছে এক ব্যক্তি! (West Bengal News) মধ্যযুগীয় বর্বরতার এই ছবি দেখা গেল গড়বেতা থানার অন্তর্গত জবা গ্রামে। অভিযোগ, ট্রাক্টরের যন্ত্রাংশ চুরি করেছে এই শিশুগুলি। আর তার ফলেই দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে নির্মমভাবে পেটাচ্ছিলেন রবিয়াল খান নামে এক ব্যক্তি।
পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গড়বেতা থানার পুলিশ অবশ্য গ্রেফতার করেছে। নিগৃহীত শিশুদেরকে নিয়ে যাওয়া হয়েছে গড়বেতা হাসপাতালে। সেখানে তাদের চিকিৎসা চলছে। এই বিষয় নিয়ে গরবেতা ১ নম্বর ব্লকের বিডিও বলেন, ''অত্যন্ত নিন্দাজনক ঘটনা। অভিযোগ পেয়েছি। পুলিশকে জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে।''
এই সেই দৃশ্য! এই সেই দৃশ্য!
advertisement
advertisement
স্থানীয়দের কয়েক জনের অভিযোগ, ওই শিশুগুলিকে যখন মারধর করা হচ্ছিল, তখন বাকিরা পাশে দাঁড়িয়ে আরও উৎসাহ দিচ্ছিলেন অভিযুক্ত ব্যক্তিকে। এক মহিলা বাধা দিতে গেলেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। শিশুগুলি যখন বেধড়ক মারের কারণে কাঁদছে, তখন মারের মাত্রা আরও বাড়াচ্ছিলেন ওই ব্যক্তি। তবে, শেষমেশ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
----শোভন দাস
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: ছিঃ! চার শিশুর বিরুদ্ধে এক 'পাষণ্ড'! যে লজ্জাজনক ঘটনা ঘটল গড়বেতায়...
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement