Mukul Roy: বিধানসভায় শেষ মুকুল রায়ের বিধায়ক পদের শুনানি, এবার যা হতে চলেছে...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mukul Roy: অবশেষে বিধানসভায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের শুনানি আজ শেষ হল।
#কলকাতা: পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান পদে মুকুল রায়ের (Mukul Roy) থাকা ঘিরে এর আগে দীর্ঘ শুনানি হয়েছে। মুকুল রায়ের দলত্যাগ সংক্রান্ত মামলায় দীর্ঘ শুনানি হয়েছে একাধিক বার। সমস্ত বিষয় বিধানসভা (West Bengal Assembly) কর্তৃপক্ষ রেকর্ডও করেছে। অবশেষে বিধানসভায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের শুনানি আজ শেষ হল।
মুকুল রায়ের আইনজীবীদের দাবি, ''বিজেপির তরফে আজ এ বিষয়ে নতুন কোন উত্তর আসেনি। শুধু শুধু ওরা (BJP) সময় নিয়ে আজ শুনানি করল। আমাদের বক্তব্য আগেই জানানো হয়েছিল। ফলে, আজ শুনানি শেষ হয়ে গেল। এবার,স্পিকার তাঁর সময় মত রায় জানাবেন।''তবে মুকুল রায়ের আইনজীবীদের আগেও বক্তব্য ছিল, মুকুল অন্য রাজনৈতিক দলের (তৃণমূল) মঞ্চে সৌজন্যের খাতিরে গিয়েছিলেন। তিনি কোনও রাজনৈতিক দল যোগ দেননি। মুকুল রায় বিজেপিতেই আছেন। বিজেপিও মুকুল রায়কে সাসপেন্ড করেননি।
advertisement
advertisement
আদৌ কি বিধায়ক পদে থাকতে পারবেন মুকুল রায়, এই নিয়ে রাজ্য বিধানসভার স্পিকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তাঁর বিধায়ক পদের বৈধতা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।
advertisement
গত ১৭ জানুয়ারি আদালতের পর্যবেক্ষণ ছিল, আগামী দুই সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার মুকুল রায়ের বিধায়ক পদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যদিও তৃণমূলে নয়, তিনি বিজেপিতেই রয়েছেন বলেই বিধানসভার শুনানিতে দাবি করেছেন মুকুল রায়। শুধু তাই নয়, আদৌ কোনওদিনই নাকি তিনি তৃণমূলে যোগই দেননি। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী মারফত লিখিত ভাবে এমনটাই জানিয়েছেন মুকুল। তাঁর এহেন দাবি ঘিরে কার্যত তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য-রাজনীতিতে। এবার সেই বিষয়ে বিধানসভার শুনানি শেষ হল। এখন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন, সেদিকেই তাকিয়ে তৃণমূল-বিজেপি দুই শিবিরই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2022 4:06 PM IST