Ratha Yatra 2025: পিতা-মাতার স্মৃতিতে ১৮ ফুট রথ! বর্ধমানের রামকৃষ্ণবাবুর ব্যতিক্রমী উদ্যোগ

Last Updated:

রথে পিতা-মাতার স্মৃতিকে অমর রাখার এ যেন এক নিঃস্বার্থ প্রয়াস।

+
রথ 

রথ 

পূর্ব বর্ধমান: রথে পিতা-মাতার স্মৃতিকে অমর রাখার এক নিঃস্বার্থ প্রয়াস। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বৈদিক পাড়ার বাসিন্দা রামকৃষ্ণ সূত্রধর এক ব্যতিক্রমী উদ্যোগে তুলে ধরেছেন পিতা-মাতার প্রতি ভক্তি ও শ্রদ্ধার অনন্য দৃষ্টান্ত। নিজের স্বর্গীয় পিতা ও মাতার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে তিনি নির্মাণ করছেন ১৮ ফুট উচ্চতার এক বিশাল কাঠের রথ।
টেকসই নিম কাঠ ও মূল্যবান মেহগনি কাঠ দিয়ে নির্মিত এই রথে যেমন আছে মজবুত কাঠামো, তেমনই রয়েছে চোখধাঁধানো কারুকার্য। রামকৃষ্ণবাবুর কথায়, “এই রথটি তাঁর ভালবাসা, কৃতজ্ঞতা ও আত্মিক শ্রদ্ধার প্রতীক। এটি শুধুমাত্র একটি কাঠামো নয়, তাঁর স্বপ্ন ও আবেগের বহিঃপ্রকাশ।”
advertisement
advertisement
প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে, একান্ত নিজের সঞ্চিত অর্থেই তৈরি হচ্ছে এই রথ। তাঁর ইচ্ছা, যেসব গ্রামে এখনও রথযাত্রার আয়োজন হয় না, সেসব গ্রামে পাঠান হোক এই রথ, যাতে সর্বসাধারণ ভক্তি ও আনুষ্ঠানিকতার সঙ্গে তা পুজো করতে পারেন।গ্রামের বাসিন্দারাও এই উদ্যোগে এগিয়ে এসেছেন। কেউ কাঠ বয়ে দিচ্ছেন, কেউ রথের সাজসজ্জায় সাহায্য করছেন।
advertisement
গোটা গ্রামজুড়ে যেন উৎসবের পরিবেশ। রথের কাজ এখন প্রায় শেষের পথে। সম্পূর্ণ হবে প্রস্তুতি, এরপর রথটি যাত্রা শুরু করবে তার মহৎ উদ্দেশ্যের পথে।রামকৃষ্ণ সূত্রধরের এই নিঃস্বার্থ প্রয়াস সমাজে একটি ইতিবাচক বার্তা দেয় সীমিত সামর্থ্য থেকেও বিশ্বাস, ভালবাসা ও শ্রদ্ধা নিয়ে অনেক বড় কিছু করা যায়।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ratha Yatra 2025: পিতা-মাতার স্মৃতিতে ১৮ ফুট রথ! বর্ধমানের রামকৃষ্ণবাবুর ব্যতিক্রমী উদ্যোগ
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement