Bollywood Actress: একই নায়কের স্ত্রী, মা এবং প্রেমিকার ভূমিকায় অভিনয়! মাত্র ১১ বছরেই বলিউডে হাতেখড়ি, ৫৩ তেও বিয়ে করেননি, চিনতে পারছেন অভিনেত্রীকে?

Last Updated:
Bollywood Actress: মাত্র ১১ বছর বয়স থেকেই ফিল্মি দুনিয়ায় হাতেখড়ি নায়িকার। হিন্দির পাশাপাশি চুটিয়ে অভিনয় করেছেন দক্ষিণী ছবিতে। এমনকী বাংলা ছবিতেও তাঁকে দেখা গিয়েছে।
1/10
বলিউডে তাঁর রাজত্বের সময়সীমা পেরিয়ে গিয়েছে প্রায় এক দশক। মাত্র ১১ বছর বয়স থেকেই ফিল্মি দুনিয়ায় হাতেখড়ি নায়িকার। হিন্দির পাশাপাশি চুটিয়ে অভিনয় করেছেন দক্ষিণী ছবিতে। এমনকী বাংলা ছবিতেও তাঁকে দেখা গিয়েছে।
বলিউডে তাঁর রাজত্বের সময়সীমা পেরিয়ে গিয়েছে প্রায় এক দশক। মাত্র ১১ বছর বয়স থেকেই ফিল্মি দুনিয়ায় হাতেখড়ি নায়িকার। হিন্দির পাশাপাশি চুটিয়ে অভিনয় করেছেন দক্ষিণী ছবিতে। এমনকী বাংলা ছবিতেও তাঁকে দেখা গিয়েছে।
advertisement
2/10
তাঁর অভিনয় দক্ষতা প্রশ্নাতীত। নিজেকে কেবলমাত্র মূল ধারার ছবিতেই সীমাবদ্ধ রাখেননি তিনি। কাজ করেছেন বিভিন্ন ধরনের চরিত্রে। পর্দায় দক্ষতার সঙ্গেই প্রতিটি চরিত্র ফুটিয়ে তুলছেন তিনি।
তাঁর অভিনয় দক্ষতা প্রশ্নাতীত। নিজেকে কেবলমাত্র মূল ধারার ছবিতেই সীমাবদ্ধ রাখেননি তিনি। কাজ করেছেন বিভিন্ন ধরনের চরিত্রে। পর্দায় দক্ষতার সঙ্গেই প্রতিটি চরিত্র ফুটিয়ে তুলছেন তিনি।
advertisement
3/10
একাধিক সুপারস্টারের সঙ্গেও অভিনয় করেছেন নায়িকা। শুধু তাই নয়, তিনি একই হিরোর মা, স্ত্রী এবং প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। বলিউড থেকে সাউথে ঝড় তোলা অভিনেত্রীকে চিনতে পারছেন কি?
একাধিক সুপারস্টারের সঙ্গেও অভিনয় করেছেন নায়িকা। শুধু তাই নয়, তিনি একই হিরোর মা, স্ত্রী এবং প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। বলিউড থেকে সাউথে ঝড় তোলা অভিনেত্রীকে চিনতে পারছেন কি?
advertisement
4/10
তিনি হলেন তবস্সুম ফাতিমা হাশমি ওরফে তব্বু। ‘দৃশ‍্যম’-এর দুঁদে পুলিশ অফিসারই হোক কিংবা ‘ভুলভুলাইয়ার মঞ্জুলিকা’, এক দশক পরেও ফিল্মি দুনিয়ায় নিজের জায়গা অটুট রেখেছেন তব্বু।
তিনি হলেন তবস্সুম ফাতিমা হাশমি ওরফে তব্বু। ‘দৃশ‍্যম’-এর দুঁদে পুলিশ অফিসারই হোক কিংবা ‘ভুলভুলাইয়ার মঞ্জুলিকা’, এক দশক পরেও ফিল্মি দুনিয়ায় নিজের জায়গা অটুট রেখেছেন তব্বু।
advertisement
5/10
অভিনেত্রীর প্রথম ছবি 'বাজার' ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল। তারপর মাত্র ১৪ বছর বয়সে তার দ্বিতীয় ফিল্ম মুক্তি পায়। যদিও এই দুই ফিল্মে তিনি চাইল্ড আর্টিস্ট হিসেবে দেখা গিয়েছিলেন।
অভিনেত্রীর প্রথম ছবি 'বাজার' ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল। তারপর মাত্র ১৪ বছর বয়সে তার দ্বিতীয় ফিল্ম মুক্তি পায়। যদিও এই দুই ফিল্মে তিনি চাইল্ড আর্টিস্ট হিসেবে দেখা গিয়েছিলেন।
advertisement
6/10
সঞ্জয় কাপুরের সঙ্গে 'প্রেম' ছবি দিয়েই বলিউডে ডেবিউ হওয়ার কথা ছিল তব্বুর। কিন্তু এই ছবি মুক্তি পেতে দেরি হয়। ফলে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ফিল্ম 'পহেলা পহেলা পেয়ার' দিয়ে বলিউডে নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় তব্বুর।
সঞ্জয় কাপুরের সঙ্গে 'প্রেম' ছবি দিয়েই বলিউডে ডেবিউ হওয়ার কথা ছিল তব্বুর। কিন্তু এই ছবি মুক্তি পেতে দেরি হয়। ফলে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ফিল্ম 'পহেলা পহেলা পেয়ার' দিয়ে বলিউডে নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় তব্বুর।
advertisement
7/10
এরপর অজয় দেবগন, অক্ষয় কুমার থেকে শুরু করে শাহরুখ, বলিউডের প্রথম সারীর বেশিরভাগ নায়কের সঙ্গে পর্দায় কাজ করেছেন তব্বু। তবে সবচেয়ে মজার ব্যাপার হল তিনি একই অভিনেতার বিপরীতে তিন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। সেই অভিনেতার মা, স্ত্রী এবং প্রেমিকা, তিন ধরনের চরিত্রেই দেখা গিয়েছে তব্বুকে।
এরপর অজয় দেবগন, অক্ষয় কুমার থেকে শুরু করে শাহরুখ, বলিউডের প্রথম সারীর বেশিরভাগ নায়কের সঙ্গে পর্দায় কাজ করেছেন তব্বু। তবে সবচেয়ে মজার ব্যাপার হল তিনি একই অভিনেতার বিপরীতে তিন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। সেই অভিনেতার মা, স্ত্রী এবং প্রেমিকা, তিন ধরনের চরিত্রেই দেখা গিয়েছে তব্বুকে।
advertisement
8/10
সেই অভিনেতা হলেন নন্দমুরি বালকৃষ্ণ। যাকে সবাই বালাইয়া নামে চেনেন। তিনি তেলুগু সিনেমা জগতের সুপারস্টার। এখন ৬৫ বছর বয়সেও তিনি অনেক কাজ করছেন এবং জনপ্রিয়তা ধরে রেখেছেন বালাইয়া।
সেই অভিনেতা হলেন নন্দমুরি বালকৃষ্ণ। যাকে সবাই বালাইয়া নামে চেনেন। তিনি তেলুগু সিনেমা জগতের সুপারস্টার। এখন ৬৫ বছর বয়সেও তিনি অনেক কাজ করছেন এবং জনপ্রিয়তা ধরে রেখেছেন বালাইয়া।
advertisement
9/10
নন্দমুরি বালকৃষ্ণ এবং তব্বু একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। এর মধ্যে একটি ফিল্ম হল 'চেনকেশব রেড্ডি'। এই ফিল্মটি পরিচালনা করেছিলেন ভি.ভি. বিনায়ক। ২০২২ সালে মুক্তি পাওয়া এই ফিল্মে তব্বু ২টি ভূমিকা পালন করেছিলেন।
নন্দমুরি বালকৃষ্ণ এবং তব্বু একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। এর মধ্যে একটি ফিল্ম হল 'চেনকেশব রেড্ডি'। এই ফিল্মটি পরিচালনা করেছিলেন ভি.ভি. বিনায়ক। ২০২২ সালে মুক্তি পাওয়া এই ফিল্মে তব্বু ২টি ভূমিকা পালন করেছিলেন।
advertisement
10/10
এই ছবিতে তিনি বালাইয়ার মা এবং স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। আবার কে. রাঘবেন্দ্র রাও দ্বারা পরিচালিত বায়োপিক ফিল্ম পান্ডুরাগাডু( 'Pandurangadu')-তে তাব্বু বালকৃষ্ণের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন তব্বু।
এই ছবিতে তিনি বালাইয়ার মা এবং স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। আবার কে. রাঘবেন্দ্র রাও দ্বারা পরিচালিত বায়োপিক ফিল্ম পান্ডুরাগাডু( 'Pandurangadu')-তে তাব্বু বালকৃষ্ণের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন তব্বু।
advertisement
advertisement
advertisement