Winter Skin Care: শীতে শুষ্ক, খসখসে ত্বক? মুখ ভর্তি দাগ-ছোপ? কসমেটিক্স নয়, এক চিমটি ফিটকিরিতেই ফিরবে গ্ল্যামার,জেনে নিন ব্যবহারের পদ্ধতি

Last Updated:
Winter Skin Care: ত্বকের হারিয়ে যাওয়া তারুণ্য ফিরিয়ে আনতে অনেকেই পার্লাারে গাদাগাদা টাকা খরচ করেন! কিন্তু মাথায় রাখবেন, কেমিক্যাল প্রডাক্টের সাইড এফেক্ট বিস্তর! কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপায়ে! এক চিমটি ফিটকিরিতেই ফিরতে পারে ত্বকের উজ্জ্বলতা! কীভাবে ব্যবহার করবেন?
1/6
শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে ফিটকিরি কার্যকর। সামান্য জল দিয়ে ফিটকিরি ভিজিয়ে নিন, তার পর গোলাকারভাবে মুখে মালিশ করুন এবং সম্পূর্ণ শুকিয়ে যেতে দিন। খেয়াল রাখবেন, ভিজে অবস্থায় কখনওই মুছে ফেলবেন না,এতে ফিটকিরির উপকারিতা কমে যাবে। যখন পুরোপুরি শুকিয়ে যাবে, তখন ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে ফিটকিরি কার্যকর। সামান্য জল দিয়ে ফিটকিরি ভিজিয়ে নিন, তার পর গোলাকারভাবে মুখে মালিশ করুন এবং সম্পূর্ণ শুকিয়ে যেতে দিন। খেয়াল রাখবেন, ভিজে অবস্থায় কখনওই মুছে ফেলবেন না,এতে ফিটকিরির উপকারিতা কমে যাবে। যখন পুরোপুরি শুকিয়ে যাবে, তখন ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
advertisement
2/6
ত্বকে আর্দ্রতা বজায় রাখতে এক চা চামচ ফিটকিরি গুঁড়োয় অলিভ অয়েল মিশিয়ে নিন। তারপর তা হালকা হাতে মুখে ম্যাসাজ করুন। কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে থাকা রোমকূপগুলো খুলে যাবে।
ত্বকে আর্দ্রতা বজায় রাখতে এক চা চামচ ফিটকিরি গুঁড়োয় অলিভ অয়েল মিশিয়ে নিন। তারপর তা হালকা হাতে মুখে ম্যাসাজ করুন। কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে থাকা রোমকূপগুলো খুলে যাবে।
advertisement
3/6
শীতকলে গায়ের দুর্গন্ধ দূর করতে ফিটকিরি ব্যবহার করতে পারেন। এ'জন্য এক বালতি জলে দুই টেবিল চামচ ফিটকিরি গুঁড়ো মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। সপ্তাহে এক বা দুইবার ফিটকিরি মেশানো জল দিয়ে স্নান করলে শরীরের দুর্গন্ধ দূর হয়।
শীতকলে গায়ের দুর্গন্ধ দূর করতে ফিটকিরি ব্যবহার করতে পারেন। এ'জন্য এক বালতি জলে দুই টেবিল চামচ ফিটকিরি গুঁড়ো মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। সপ্তাহে এক বা দুইবার ফিটকিরি মেশানো জল দিয়ে স্নান করলে শরীরের দুর্গন্ধ দূর হয়।
advertisement
4/6
ফিটকিরি মেশানো জল দিয়ে চুল ধুলে সহজেই মাথার ত্বক ও চুলের গোড়ায় জমে থাকা ময়লা দূর হয়। ময়লা চুল পরিষ্কার করতে, প্রথমে ফিটকিরি জলে ভিজিয়ে নিন এবং সেই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুল আরও পরিষ্কার ও ঝকঝকে হয়ে উঠবে।
ফিটকিরি মেশানো জল দিয়ে চুল ধুলে সহজেই মাথার ত্বক ও চুলের গোড়ায় জমে থাকা ময়লা দূর হয়। ময়লা চুল পরিষ্কার করতে, প্রথমে ফিটকিরি জলে ভিজিয়ে নিন এবং সেই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুল আরও পরিষ্কার ও ঝকঝকে হয়ে উঠবে।
advertisement
5/6
ফিটকিরি কী? ফিটকিরি হল পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট । বাজারে এটি খুব সহজেই পাওয়া যায় এবং প্রায় সব ধরনের প্রসাধনীর উপাদান হিসাবে ব্যবহার করা হয়।
ফিটকিরি কী?ফিটকিরি হল পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট । বাজারে এটি খুব সহজেই পাওয়া যায় এবং প্রায় সব ধরনের প্রসাধনীর উপাদান হিসাবে ব্যবহার করা হয়।
advertisement
6/6
ডাক্তারের পরামর্শ জরুরি: সবার ত্বক আলাদা। কাজেই ফিটকিরি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ফিটকিরি ব্যবহারে কোনওরকম সমস্যা বা অস্বস্তি হলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
ডাক্তারের পরামর্শ জরুরি:সবার ত্বক আলাদা। কাজেই ফিটকিরি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ফিটকিরি ব্যবহারে কোনওরকম সমস্যা বা অস্বস্তি হলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
advertisement
advertisement
advertisement