Kolkata Earthquake: কলকাতায় ভূমিকম্প, রিখটার স্কেলে ৫.৭ মাত্রায় প্রায় ৪০ সেকেন্ড ধরে অনুভূত কম্পন! রাজ্যজুড়ে প্রবল আতঙ্ক

Last Updated:

Kolkata Earthquake: কলকাতায় ভূমিকম্প। সকাল ১০.১০ নাগাদ একাধিকবার কেঁপে উঠল কলকাতা। গোটা রাজ্যজুড়ে অনুভূত কম্পন। বহুতল থেকে নেমে রাস্তায় বাসিন্দারা। প্রবল আতঙ্ক।

কলকাতায় অনুভূত প্রবল ভূমিকম্প
কলকাতায় অনুভূত প্রবল ভূমিকম্প
কলকাতা: কলকাতায় ভূমিকম্প। শুক্রবার সকাল ১০.১০ নাগাদ একাধিকবার কেঁপে উঠল কলকাতা। মৌসম ভবন সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। এদিন গোটা রাজ্যজুড়ে অনুভূত হয়েছে কম্পন। বহুতল থেকে নেমে রাস্তায় নেমে পড়েন বাসিন্দারা। প্রবল আতঙ্ক ছড়িয়েছে শহর থেকে জেলায়।
EMSC বা ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টারের দাবি, কলকাতা-সহ গোটা রাজ্যেই প্রবল কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎস্থল বাংলাদেশের ঢাকা থেকে ২৮ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ঘোড়াশালের কাছে। সেখানে ভূমিকম্পের তীব্রতা ৬।
আরও পড়ুন: ২৭ নভেম্বর থেকে টানা চারদিন বন্ধ বর্ধমান-তিনপাহাড় ট্রেন চলাচল, রুট বদল চার জরুরি ট্রেনের! যাত্রীরা জেনে রাখুন
মেঘালয়-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও অনুভূত কম্পন। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গেরও বহু জেলায় কম্পন অনুভূত হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে ৩ মার্চ পর্যন্ত ২৪টি ট্রেন বাতিল, ‘ক্যানসেল’ হল কোন কোন ট্রেন, তালিকা দেখে নিন
বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও অনুভূত হয়েছে মৃদু কম্পন। সকাল ১০টা ৮ মিনিট নাগাদ কম্পন শুরু হয়। বেশ কয়েক সেকেন্ড তা চলেছে। ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা গিয়েছে। আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর নেই।
advertisement
বিশ্বজিৎ সাহা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Earthquake: কলকাতায় ভূমিকম্প, রিখটার স্কেলে ৫.৭ মাত্রায় প্রায় ৪০ সেকেন্ড ধরে অনুভূত কম্পন! রাজ্যজুড়ে প্রবল আতঙ্ক
Next Article
advertisement
Picnic at Garh Jungle: এই শীতে গড় জঙ্গলে পিকনিক করতে যাবেন? রয়েছে বনদফতরের নানা নিষেধাজ্ঞা, না জেনে আসলে বিপদে পড়বেন
বন ও বন্যপ্রাণী রক্ষার্থে একাধিক নিষেধাজ্ঞা জারি বনদফতরের, গড় জঙ্গল ঘুরতে আসার আগে জেনে রাখুন 
  • প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে সাইনবোর্ডে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিগুলি

  • প্রধান রাস্তা থেকে ৬কিলোমিটার গভীর জঙ্গলের ভিতরে শ্যামরুপা দুর্গা মন্দির

  • কী কী বিধিনিষেধ আরোপ করল বনদফতর জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement