Indian Railways Train Cancelled News: ২৭ নভেম্বর থেকে টানা চারদিন বন্ধ বর্ধমান-তিনপাহাড় ট্রেন চলাচল, রুট বদল চার জরুরি ট্রেনের! যাত্রীরা জেনে রাখুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Indian Railways Train Cancelled: টানা চার দিন অফিস টাইমে ভোগান্তির শিকার হবেন রেল যাত্রীরা, কোন কোন ট্রেন বাতিল এবং রুট পরিবর্তন! জেনে নিন
advertisement
advertisement
advertisement
advertisement
তবে সকালের দিকে এই ট্রেন হওয়ার কারণে ব্যাপক ভিড় হয়। মাঝেমধ্যেই অনেকে উঠতে পারেন না। ভিড়ে উঠতে গিয়ে অনেকে পড়েও যান। এই সব কারণে গত ২৫ সেপ্টেম্বর থেকে ট্রেনটির কোচ আট থেকে বাড়িয়ে ১২টি করা হয়। যাত্রীদের কাছে জনপ্রিয় এই ট্রেনটি টানা চারদিন বাতিল ঘোষণা হওয়ার কারণে ব্যাপক ভোগান্তির আশঙ্কা করছেন রেল যাত্রীরা।
advertisement
advertisement
অন্য একজন যাত্রী বলেন, 'রাজগীর প্যাসেঞ্জার করোনাকাল থেকেই বন্ধ। এই রুটের একটাই প্যাসেঞ্জার ট্রেন। সেটা চারদিন বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের খুবই অসুবিধে হবে। ট্রেন বাতিল থাকলে সব থেকে বেশি সমস্যায় পড়বেন রোগীর পরিবার এবং আত্মীয়-স্বজনের। গাড়ি ভাড়া করে মানুষকে রামপুরহাট মেডিক্যাল সহ বিভিন্ন জায়গায় যেতে হবে। তিনি আরও বলেন, বড়লোকদের জন্য বন্দেভারত চলবে। আর সাধারণ মানুষের ট্রেন বলে এটা বন্ধ থাকবে!'
advertisement
advertisement
