Money Making Agriculture: খরচ কম, পদ্ধতিও সহজ! কৃষিক্ষেত্রে দুর্দান্ত রোজগার এনে দিতে পারে ৩ ফসল, ঘরে ঘরে চাহিদাও ব্যাপক

Last Updated:

Purulia Money Making Agriculture: প্রশাসনের এই উদ্যোগে কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্বল্প বিনিয়োগে লাভজনক চাষের সুযোগ মিললে পুরুলিয়ার কৃষিক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলেই মনে করছেন তারা।

+
মুসুর,

মুসুর, খেসারি ও সরিষা চাষে কৃষকদের নতুন সম্ভাবনা

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়ায় কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত আনতে এবার কৃষকদের মুসুর, খেসারি ও সরিষার মতো স্বল্প জলনির্ভর ও লাভজনক শস্যচাষে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। পুরুলিয়ার নিতুড়িয়া ব্লক এলাকার কৃষকদের হাতে এই সমস্ত ফসলগুলোর উন্নতমানের বীজ তুলে দিল নিতুড়িয়া ব্লক কৃষি দফতর। যেগুলো বিশেষ করে পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র গড়পঞ্চকোট-সহ চাকলতা বাড়ি, বাঘমারা এলাকায় চাষ করা হবে।
প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি এলাকার কৃষি উৎপাদনেও আসবে নতুন সম্ভাবনা। নিতুড়িয়া ব্লকের সহ-কৃষি অধিকর্তা বাপ্পা মণ্ডল বলেন, “মুসুর, খেসারি ও সরিষা, এই তিনটি ফসলই সহজ ও কম খরচে চাষ করা যায়। স্বল্প জলে টিকে থাকার ক্ষমতা থাকায় এগুলো কৃষকদের জন্য লাভজনক চাষ হতে পারে।” এদিন কৃষকদের ডালজাতীয় এই সমস্ত শস্য চাষের পদ্ধতি ও সার ব্যবহারের কৌশল-সহ নানা প্রযুক্তিগত দিক সম্পর্কেও পরামর্শ দেন কৃষি দফতরের আধিকারিকরা।
advertisement
advertisement
অন্যদিকে, পুরুলিয়ার নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ যাদব জানান, ইতিমধ্যেই এলাকার ৫০ জন অভিজ্ঞ কৃষকের হাতে উন্নতমানের বীজ তুলে দেওয়া হয়েছে। আগামী দিনে নিতুড়িয়া ব্লকের সকল কৃষকের কাছেই এই বীজ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তার বিশ্বাস, এই উদ্যোগ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে এবং কৃষি-ভিত্তিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের এই উদ্যোগে কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্বল্প বিনিয়োগে লাভজনক চাষের সুযোগ মিললে পুরুলিয়ার কৃষিক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলেই মনে করছেন তারা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Agriculture: খরচ কম, পদ্ধতিও সহজ! কৃষিক্ষেত্রে দুর্দান্ত রোজগার এনে দিতে পারে ৩ ফসল, ঘরে ঘরে চাহিদাও ব্যাপক
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement