Agrahayana Kali Puja: দেশপ্রেমের জ্বলন্ত নজির জ্বলন্ত ক্লাবে, ফুটে উঠল অগ্রহায়ণের কালীপুজোয়! ভক্তির সঙ্গে স্যালুট জানাচ্ছেন দর্শনার্থীরা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum Agrahayana Kali Puja: কার্তিকের পরে অগ্রহায়ণ মাসে আয়োজন করা হয় এক বিশেষ কালীপুজোর। শহরবাসীর কাছে যা এক অনন্য আকর্ষণ ও চমকের বিষয়। শুধু তারিখেই নয়, রীতিনীতি ও ভাবনাতেও আলাদা এই পুজো।
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: পুজো মানেই কার্তিক মাসের আলোর উৎসব, এমনটাই জানেন অধিকাংশ মানুষ। কিন্তু তার মাঝেও ব্যতিক্রম ঘটায় বীরভূমের দুবরাজপুর। কারণ এখানেই কার্তিকের পরে অগ্রহায়ণ মাসে আয়োজন করা হয় এক বিশেষ কালীপুজোর। শহরবাসীর কাছে যা এক অনন্য আকর্ষণ ও চমকের বিষয়। শুধু তারিখেই নয়, রীতিনীতি ও ভাবনাতেও আলাদা এই পুজো।
দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় আয়োজিত ‘অগ্রহায়ণ কালীপুজো’ এ বছর ২৫ বছরে পড়ল। প্রতিবছরই নতুনত্বে ভরপুর থিমের জন্য পরিচিত জ্বলন্ত সমিতির এই পুজো ইতিমধ্যে শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। এ বছর তাদের থিম ‘অপারেশন সিঁদুর’। উদ্যোক্তাদের দাবি এই থিমের মাধ্যমে একদিকে তুলে ধরা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর অভেদ্য সাহস ও ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপট, অন্যদিকে ‘সিঁদুর’ শব্দের মাধ্যমে প্রতীকীভাবে নারীশক্তি, মাতৃশক্তি ও সুরক্ষার বার্তা। স্থানীয় মানুষেরা বলছেন, থিমটি শুধু দর্শনীয়ই নয়, বরং বর্তমান সময়ের প্রেক্ষিতে অত্যন্ত প্রাসঙ্গিক।
advertisement
advertisement
এক্স-আর্মি গৌতম দাস বলেন, “দেশের জন্য এত বছর কাজ করেছি। আজ পাড়ার ছেলেরা এমন থিম বেছে আমাদের উদ্বোধনে ডাকায় আমরা সত্যিই গর্বিত। জ্বলন্ত সমিতির সকলকে ধন্যবাদ।” জ্বলন্ত সমিতির সম্পাদক অজয় দাস জানান, “আমরা প্রতি বছর সমাজমূলক বার্তা নিয়ে থিম পুজো করি। এবারে ‘অপারেশন সিঁদুর’। পাশাপাশি শতাধিক দুঃস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করেছি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরজুড়ে ইতিমধ্যেই এই থিম ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পুজোর দিন দুয়েক পরেও এই থিম নিয়ে সাধারণ মানুষদের মধ্যে আলোচনার শেষ নেই। সবাই এমন থিমে খুশি তা দর্শনার্থীদের কথাতেই স্পষ্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
November 21, 2025 3:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agrahayana Kali Puja: দেশপ্রেমের জ্বলন্ত নজির জ্বলন্ত ক্লাবে, ফুটে উঠল অগ্রহায়ণের কালীপুজোয়! ভক্তির সঙ্গে স্যালুট জানাচ্ছেন দর্শনার্থীরা
