Chingrihata Metro Update: নভেম্বরেও শুরু হল না মেট্রোর কাজ, চিংড়িহাটা জট অব্যাহত! লিখিত আবেদনের নির্দেশ হাইকোর্টের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
গৌর কিশোর ঘোষ এবং বেলেঘাটা মেট্রো স্টেশনের মধ্যে মেট্রোরেলের কাজের বাধা কাটাতে সব পক্ষকে (রাজ্য, পুলিশ, আর ভিএন এল, মেট্রোরেল, কেএমডিএ) বৈঠকে বসার পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ।
কেটেও যেন কাটছে না চিংড়িহাটার মেট্রো জট৷ আজও মেট্রো রেলের কাজ শুরু করা যাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা৷ মেট্রো রেল সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরুর অনুমতিই মেলেনি৷ এই পরিস্থিতিতে এ দিন ফের বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন জনস্বার্থ মামলাকারীরা৷ লিখিত আবেদন করার জন্য আরভিএনএল-কে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷
নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুটে চিংড়িহাটায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে মেট্রোর কাজ৷ ব্যস্ত ই এম বাইপাস বন্ধ না রেখে এই কাজ করা সম্ভব ছিল না৷ জট কাটাতে আদালতের নির্দেশেই আলোচনায় বসে সমাধান সূত্র বের করেছিল মেট্রো রেল, কলকাতা পুলিশ সহ সংশ্লিষ্ট সব পক্ষ৷
সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল, নভেম্বর মাসে শনি এবং রবিবার রাস্তা বন্ধ রেখে মেট্রো রেলের কাজ হবে৷ কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকরই না হওয়াতেই কাজ শুরু করা যায়নি৷
advertisement
advertisement
সূত্রের খবর, নভেম্বর মাসে ইডেনে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ ছিল৷ তাছাড়া একটি ম্যারথনও রয়েছে৷ সেই কারণেই রাস্তা বন্ধ রাখা সম্ভব হয়নি৷ বিষয়টি এ দিন নজরে আসার পর ফের আরভিএনএল-কে লিখিত আকারে আবেদন জানানোর জন্য নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
গৌর কিশোর ঘোষ এবং বেলেঘাটা মেট্রো স্টেশনের মধ্যে মেট্রোরেলের কাজের বাধা কাটাতে সব পক্ষকে (রাজ্য, পুলিশ, আর ভিএন এল, মেট্রোরেল, কেএমডিএ) বৈঠকে বসার পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। মাত্র ৩৬৬ মিটার জায়গায় কাজের সমস্যা হচ্ছে। রাজ্যের বক্তব্য ছিল, ওই এলাকায় আগে আন্ডার পাস করতে হবে তারপর তারা কাজ শুরুর ছাড়পত্র দেবে। কিন্তু গৌর কিশোর ঘোষ স্টেশন চালু না হলে ওই আন্ডার পাস তৈরি করা সম্ভব নয় বলে আরভিএনএল জানিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2025 3:55 PM IST

