Low Pressure: সাগরে ফের নিম্নচাপ, সক্রিয় মৌসুমী অক্ষরেখা! ঝড়বৃষ্টির তাণ্ডব শুরু রাজ্যে, রথের দিনও ভাসবে বাংলা, শুক্র থেকে বুধ কেমন থাকবে আবহাওয়া? জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Low Pressure: তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সাইক্লোনিক সার্কুলেশন লো প্রেসার বা নিম্নচাপে পরিণত হয়েছে।
তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সাইক্লোনিক সার্কুলেশন লো প্রেসার বা নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ের দিকে এগোবে। দু-দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। আপাতত পাসিং সাওয়ার রেইন রাজ্যে।
advertisement
advertisement
advertisement
বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত সব জেলার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
advertisement
দক্ষিণবঙ্গে শুক্রবার রথযাত্রার দিন পাঁচ জেলায় বৃষ্টি বেশি হবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তরবঙ্গে আগামী সপ্তাহের সোমবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলার বেশির ভাগ এলাকায়। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে।
advertisement
advertisement