Bangla News|| ছবি দেখে মোটেই ভুলবেন না! 'এই' কলাগাছ একেবারে অদ্ভূত! দেখতে হুলুস্থুল হাওড়ায়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Bangla News: একটি কলা গাছে ১২ কলার কাঁদি! একটি গাছে একটি মাত্রই কলার কাঁদি হয় এটাই সাধারণ ঘটনা, শেখ মেহবুল আলির উঠানের কলা গাছে আশ্চর্যজনকভাবে এত কাঁদি হয়েছে...
হাওড়া: আশ্চর্যজনক ঘটনা, একটি কলা গাছে ১২টি কলার কাঁদি! শেখ মেহবুল আলির উঠানের কলা গাছটি দেখতে শয়ে শয়ে মানুষ আসছেন প্রতিদিন। ১৫-২০ দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ঢল গুড়েপোল পাঁচসেরা পাড়া এলাকায়। একটি বা দুটি নয়, অবাক করার মতোই ঘটনা ১২ মোচা-সহ কলার কাঁদি ঝুলছে একটি কলা গাছে।
কয়েক মাস আগে মেহবুলের বাড়ি থেকে কয়েক ফুট দূরত্বের এক প্রতিবেশীর কলা ঝাড় থেকে গাছটি নিয়ে আসা। ফুট তিনেকের চারা গাছ নিয়ে লাগিয়ে ছিলেন মেহবুল। পুরনো সেই কলা ঝাড়ে কখনও একটি গাছে একের বেশি কলার কাঁদি আসেনি। এটাই হল স্বাভাবিক ঘটনায় একটি গাছে একটি কাঁদি। কিন্তু মিহবুলের বসানো গাছে একসাথে ১২ কাঁদি দেখে অবাক পাড়া-প্রতিবেশী সকলে। মেহবুল জানায়, এত দিন জেনেছি একটি গাছে একটিই কলার কাঁদি। কখনও শুনিনি যে একটি গাছে অনেক কাঁদি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ১৫০০০ লিট্টি, ২০০ কারিগর! অভিষেকের সভায় কী হতে চলেছে? তুমুল জল্পনা শুরু
কিন্তু আমার গাছেই এমন অবাক করা ঘটনা হল। তিনি জানান, প্রথমে একটি বড় মোচা দেখা যায়। তার সঙ্গে আরও বেশ কয়েকটা মোচা-সহ কাঁদি। তারপর আরও কয়েকটি ছোট ছোট কাঁদি। সব মিলিয়ে মোট ১২ মোচা-সহ কলার কাঁদি। ১২ কাঁদি হওয়ার পর, এই গাছ দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন। এমন আশ্চর্যজনক ঘটনা গ্রাম জুড়ে কোথাও ঘটেনি জানালেন প্রতিবেশীরা। এমন ঘটনা শোনাও যায়নি। তাই দূর দূরান্ত থেকে এই কলা গাছ দেখতে ভিড় জমাচ্ছেন।
advertisement
আবার এই কলা গাছের ছবি তুলতে মানুষের হিড়িক লেগে যাচ্ছে। বাগনান ১ ব্লকের অন্তর্গত পাঁচসেরা পাড়ার বাসিন্দা শেখ মেহবুল আলির বাড়ির উঠানে এই গাছ। গাছটি দানা কলার গাছ। সবজি হিসাবে রান্না করে খাওয়ার জন্যই উঠোনে বসানো হয়েছিল গাছটি। জানান, মেহবুল বাবুর স্ত্রী। গাছটির উচ্চতা প্রায় ৮-৯ ফুট। এ কলা গাছ নিয়ে যেমন মানুষের কৌতুহলের শেষ নেই। তেমনই আরও কৌতূহল বাড়াচ্ছে ওই গাছের গড়া থেকে গজানো চারাগুলোকে নিয়ে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 10:13 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| ছবি দেখে মোটেই ভুলবেন না! 'এই' কলাগাছ একেবারে অদ্ভূত! দেখতে হুলুস্থুল হাওড়ায়