Bangla News|| ছবি দেখে মোটেই ভুলবেন না! 'এই' কলাগাছ একেবারে অদ্ভূত! দেখতে হুলুস্থুল হাওড়ায়

Last Updated:

Bangla News: একটি কলা গাছে ১২ কলার কাঁদি! একটি গাছে একটি মাত্রই কলার কাঁদি হয় এটাই সাধারণ ঘটনা, শেখ মেহবুল আলির উঠানের কলা গাছে আশ্চর্যজনকভাবে এত কাঁদি হয়েছে...

+
কলা

কলা গাছ

হাওড়া: আশ্চর্যজনক ঘটনা, একটি কলা গাছে ১২টি কলার কাঁদি! শেখ মেহবুল আলির উঠানের কলা গাছটি দেখতে শয়ে শয়ে মানুষ আসছেন প্রতিদিন। ১৫-২০ দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ঢল গুড়েপোল পাঁচসেরা পাড়া এলাকায়। একটি বা দুটি নয়, অবাক করার মতোই ঘটনা ১২ মোচা-সহ কলার কাঁদি ঝুলছে একটি কলা গাছে।
কয়েক মাস আগে মেহবুলের বাড়ি থেকে কয়েক ফুট দূরত্বের এক প্রতিবেশীর কলা ঝাড় থেকে গাছটি নিয়ে আসা। ফুট তিনেকের চারা গাছ নিয়ে লাগিয়ে ছিলেন মেহবুল। পুরনো সেই কলা ঝাড়ে কখনও একটি গাছে একের বেশি কলার কাঁদি আসেনি। এটাই হল স্বাভাবিক ঘটনায় একটি গাছে একটি কাঁদি। কিন্তু মিহবুলের বসানো গাছে একসাথে ১২ কাঁদি দেখে অবাক পাড়া-প্রতিবেশী সকলে। মেহবুল জানায়, এত দিন জেনেছি একটি গাছে একটিই কলার কাঁদি। কখনও শুনিনি যে একটি গাছে অনেক কাঁদি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ১৫০০০ লিট্টি, ২০০ কারিগর! অভিষেকের সভায় কী হতে চলেছে? তুমুল জল্পনা শুরু
কিন্তু আমার গাছেই এমন অবাক করা ঘটনা হল। তিনি জানান, প্রথমে একটি বড় মোচা দেখা যায়। তার সঙ্গে আরও বেশ কয়েকটা মোচা-সহ কাঁদি। তারপর আরও কয়েকটি ছোট ছোট কাঁদি। সব মিলিয়ে মোট ১২ মোচা-সহ কলার কাঁদি। ১২ কাঁদি হওয়ার পর, এই গাছ দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন। এমন আশ্চর্যজনক ঘটনা গ্রাম জুড়ে কোথাও ঘটেনি জানালেন প্রতিবেশীরা। এমন ঘটনা শোনাও যায়নি। তাই দূর দূরান্ত থেকে এই কলা গাছ দেখতে ভিড় জমাচ্ছেন।
advertisement
আবার এই কলা গাছের ছবি তুলতে মানুষের হিড়িক লেগে যাচ্ছে। বাগনান ১ ব্লকের অন্তর্গত পাঁচসেরা পাড়ার বাসিন্দা শেখ মেহবুল আলির বাড়ির উঠানে এই গাছ। গাছটি দানা কলার গাছ। সবজি হিসাবে রান্না করে খাওয়ার জন্যই উঠোনে বসানো হয়েছিল গাছটি। জানান, মেহবুল বাবুর স্ত্রী। গাছটির উচ্চতা প্রায় ৮-৯ ফুট। এ কলা গাছ নিয়ে যেমন মানুষের কৌতুহলের শেষ নেই। তেমনই আরও কৌতূহল বাড়াচ্ছে ওই গাছের গড়া থেকে গজানো চারাগুলোকে নিয়ে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| ছবি দেখে মোটেই ভুলবেন না! 'এই' কলাগাছ একেবারে অদ্ভূত! দেখতে হুলুস্থুল হাওড়ায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement