Abhishek Banerjee|| ১৫০০০ লিট্টি, ২০০ কারিগর! অভিষেকের সভায় কী হতে চলেছে? তুমুল জল্পনা শুরু

Last Updated:

Abhishek Banerjee: ১৪ হাজার লিট্টি তৈরি করা হচ্ছে এই অনুষ্ঠানের জন্য। ২০০ জন কারিগর নিরন্তর তৈরি করে চলেছেন এই লিট্টি গুলি। একই সঙ্গে চলছে আলু দিয়ে তৈরি চোখা তৈরির কাজ। 

+
তৈরি

তৈরি হচ্ছে লিট্টি-চোখা।

জামুরিয়া: জনসংযোগ কর্মসূচি উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলায় পা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পানাগড় থেকে শুরু হয়েছে নব জোয়ার কর্মসূচি। বুধবার তিনি জামুরিয়া এলাকায় একটি রোড শো করবেন। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। সেই উপলক্ষে এই বিশাল আয়োজন।
জামুরিয়ায় আয়োজন করা হয়েছে লিট্টিচোখা উৎসবের। অভিষেকের সঙ্গে পা মেলানো সকলকেই খাওয়ানো হবে হিন্দি বলয়ের এই জনপ্রিয় খাবার। জানা গিয়েছে, এই লিট্টিচোখা উৎসব উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে। প্রায় ১৪ হাজার লিট্টি তৈরি করা হচ্ছে সকলকে খাওয়ানোর জন্য।
advertisement
আরও পড়ুনঃ ট্রেনের টিকিট কনফার্ম হবেই, কীভাবে বুক করতে হবে? জানুন বিশেষ ট্রিক
২০০ জন কারিগর আজ মঙ্গলবার থেকে সেই আয়োজন শুরু করে দিয়েছেন। লিট্টির পাশাপাশি থাকছে আলু চোখা। একইসঙ্গে এটি খাওয়ার জন্য থাকছে নানা ধরনের চাটনিও। উৎসবে যোগ দেওয়া সকলকেই গরম গরম লিট্টি পরিবেশন করা হবে। গাওয়া ঘি দিয়ে তৈরি লিট্টি তুলে দেওয়া হবে মানুষের হাতে।
advertisement
আরও পড়ুনঃ একটা চপ অতীত, এক টাকায় পেট ভরে তেলেভাজা! যাবেন নাকি, বাড়ির কাছেই ‘এই’ দোকান
শুধুমাত্র অভিষেকের সঙ্গে পা মেলানো মানুষ নন, সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও এই লিট্টি খাবেন। জামুরিয়া এলাকায় হিন্দি ভাষাভাষী মানুষজনের সংখ্যা অনেক বেশি। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের সময় হিন্দি বলয়ের এই জনপ্রিয় খাবার মুখে তুলে নেবেন অভিষেক। অন্যদিকে, যেখানে লিট্টি উৎসবের আয়োজন করা হয়েছে, সেখানে যাতে হুড়োহুড়ি না হয়, তার জন্য বাঁশ দিয়ে গড়ে তোলা হয়েছে ব্যারিকেড। সেখানে আয়োজন খতিয়ে দেখেছেন পুলিশ কর্মীরা।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee|| ১৫০০০ লিট্টি, ২০০ কারিগর! অভিষেকের সভায় কী হতে চলেছে? তুমুল জল্পনা শুরু
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement