IRCTC| Ticket Booking|| ট্রেনের টিকিট কনফার্ম হবেই, কীভাবে বুক করতে হবে? জানুন বিশেষ ট্রিক

Last Updated:

IRCTC Ticket Booking: কনফার্মড টিকিট পেতে অবশ্য নিজে আইআরসিটিসি-তে অ্যাকাউন্ট তৈরি করে টিকিট কাটতে হবে। ইউপিআই বা ব্যাঙ্ক  অ্যাকাউন্টে অবশ্যই পুরো টাকা থাকতে হবে।

ভারতীয় রেল। ফাইল ছবি।
ভারতীয় রেল। ফাইল ছবি।
নয়াদিল্লি: আইআরসিটিসি-র মাস্টার লিস্ট ব্যবহার করে অনলাইনে মাস্টার স্ট্রোকে পেয়ে যান ট্রেনের কনফার্মড টিকিট। মনে রাখা দরকার কনফার্মড টিকিট পেতে অবশ্য নিজে আইআরসিটিসি-তে অ্যাকাউন্ট তৈরি করে টিকিট কাটতে হবে। ইন্টারনেট যেন ঠিক থাকে। আবার টিকিটের দাম মেটানোর ব্যবস্থাও যেন চটজলদি হয়। অর্থাৎ ইউপিআই বা ব্যাঙ্ক  অ্যাকাউন্টে অবশ্যই পুরো টাকা থাকতে হবে।
এ বার মাস্টার লিস্টের মাধ্যমে দিন মাস্টার স্ট্রোক। আপনি যদি আইআরসিটিসি-র মাস্টার লিস্ট ব্যবহার করে অনলাইনে টিকিট বুক করেন, তাহলে নিশ্চিন্তে টিকিট পাওয়ার সম্ভাবনা তৎকাল-এর থেকে অনেকটাই বেড়ে যায়। মাস্টার লিস্ট হল এমন এক বৈশিষ্ট্য যা আইআরসিটিসি-র অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যায়। আপনাকে মাস্টার লিস্টে ক্নিক করে ট্রেন যাত্রা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য লিখতে হবে।
advertisement
advertisement
আপনি যদি টিকিট কাটার আগে ট্রেন যাত্রা সম্পর্কিত সমস্ত তথ্য দিয়ে দেন, তাহলে টিকিট বুকিং শুরু হলে ওই তথ্য দেওয়ার জন্য সময় নষ্ট করতে হবে না।  বুকিং শুরু হওয়ার পরে আপনাকে সরাসরি মাস্টার তালিকা নির্বাচন করতে হবে।  কিভাবে মাস্টার লিস্ট তৈরি করতে হয় তা জেনে নিন।
advertisement
আরও পড়ুনঃ আজ ফের কালবৈশাখীর তাণ্ডব! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে তোলপাড় হবে জেলা? জানুন
প্রথমে আইআরসিটিসি অ্যাকাউন্টে লগ ইন করুন, তারপর ওয়েবসাইট বা অ্যাপ-এর হোম লেখা অংশে ক্লিক করলে মাই অ্যাকাউন্ট-এর অপশন আসবে, তাতে ক্লিক করুন। এরপর তালিকা দেখে মাই মাস্টার লিস্ট-এ ক্লিক করুন। যদি মাস্টার লিস্ট আগে তৈরি না হয়ে থাকে, তাহলে নো রেকর্ড ফাউন্ড দেখাবে।এরপর সেখানে ক্লিক করুন।
advertisement
এই সময় অ্যাড প্যাসেঞ্জার অপশন আসবে। ওই অপশনে ক্লিক করুন। তারপর যাত্রীদের  নাম লিখে এবং অ্যাড প্যাসেঞ্জার এ ক্লিক করুন। এখন যাত্রীর বা যাত্রীদের বিবরণ তালিকায় আসবে এবং সেটি দেখাও যাবে। এরপর টিকিট বুকিংয়ের শেষ পদক্ষেপ হিসাবে মাই প্যাসেঞ্জার লিস্টে গিয়ে যাত্রীদের তালিকা দিন। তারপর অনলাইনে টিকিটের দাম মেটান।
বাংলা খবর/ খবর/দেশ/
IRCTC| Ticket Booking|| ট্রেনের টিকিট কনফার্ম হবেই, কীভাবে বুক করতে হবে? জানুন বিশেষ ট্রিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement