Bangla News|| নরেন্দ্রপুরে দরজা খুলতেই আঁতকে উঠলেন সবাই...! কী ঘটে গেল? তোলপাড়
- Reported by:ARPAN MONDAL
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sonarpur Crime News: নিজের ঘরে খুন হলেন এক ব্যক্তি, অভিযোগের তীর নিজের স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে, ঘটনাস্থলে পুলিশ। মৃত ব্যক্তির নাম শেখ গোলাম মোহাম্মদ, ৪২ বছর বয়স।
নরেন্দ্রপুর: নিজের ঘরে খুন হলেন এক ব্যক্তি, অভিযোগের তীর স্ত্রী এবং দুই ছেলের বিরুদ্ধে, ঘটনাস্থলে পুলিশ। মৃত ব্যক্তির নাম শেখ গোলাম মহম্মদ (৪২)। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানায় এলাকার খেয়াদা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর খুদিরাবাদ গ্রামে। এই খুনের অভিযোগের তীর ঐ মৃত ব্যক্তির স্ত্রী ও তার দুই ছেলের বিরুদ্ধে। মৃতের মা এবং ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মৃতের বড় ছেলে সাহিল মহম্মদ, ছোট ছেলে সাব্বির মহম্মদ, ও মৃতের স্ত্রী ওশিদা বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন নরেন্দ্রপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এই তিনজন মিলেই খুন করেছেন ওই ব্যক্তিকে, এ কথা স্বীকার করেছেন তারা। মৃত ব্যক্তি পেশায় গাড়ি চালক। বেশ কিছুদিন তার গাড়ি বন্ধ থাকায় রোজগার কমেছিল। কয়েক দিন ধরে সংসার চালানো নিয়ে দুই ছেলে ও স্ত্রীর সঙ্গে ওই মৃত ব্যক্তির ঝামেলা চলছিল। রাগ করে অভিমানে দু-তিন দিন বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন শেখ গোলাম মহম্মদ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তি কার হাতে গড়া জানেন? আজ চিনে নিন তাঁকে…
এ দিন সকালে ফের বাড়িতে ফিরে আসেন তিনি। তার ঠিক পরেরদিন সকালে মৃতের মায়ের কাছে খবর ছেলে মারা গিয়েছেন। তখনই মা তার অন্যান্য ছেলেদের নিয়ে থানায় খবর দেন। ঘটনাস্থলে আসেন নরেন্দ্রপুর থানার পুলিশ। মা ও তার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। মৃতের গায়ে কোপানো ও মারধরের চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাকে মারধর করার পরে কুপিয়ে খুন করা হয়।
advertisement
অর্পন মণ্ডল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 2:08 PM IST







