South 24 Parganas News: নদী বাঁধে বড়সড় ধস! আতঙ্কে এলাকাবাসি
- Published by:Sayani Rana
Last Updated:
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের অন্তর্গত হোগল নদীতে বড়সড় ধস নামলো। বাসন্তীর দুর্গা মন্ডপ এর কাছে কয়েকশো মিটার এলাকা জুড়ে নদী বাঁধে ব্যাপক ধস নামে। এর ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
বাসন্তী: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের অন্তর্গত হোগল নদীতে বড়সড় ধস নামলো। বাসন্তীর দুর্গা মন্ডপ এর কাছে কয়েকশো মিটার এলাকা জুড়ে নদী বাঁধে ব্যাপক ধস নামে। এর ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
বাসন্তীর হোগল নদীতে হঠাৎই বড়সড় ধ্বস নামে। এলাকার সাধারণ মানুষ মনে করছেন জনপদের দিকে ক্রমশ এগিয়ে আসছে নদী। আতঙ্কের প্রহর গুনছে গ্রামবাসীরা। প্রশাসনের তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক দাবি গ্রামবাসীদের।
advertisement
advertisement
বাসন্তী ব্লকের দুর্গা মণ্ডপের কাছে যে নদীর পাড় রয়েছে। তার বেশ খানিকটা অংশ নদীগর্ভে তলিয়ে যায়। নদীর পাড়ের বিস্তীর্ণ এলাকায় মাটি ক্ষয়ে যাচ্ছে । এখানে নদীর কাছেই জনবসতি রয়েছে। এই ধসের কারণে দুশ্চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা।
advertisement
নদীর পাড় ধরেই গ্রামে যাওয়ার রাস্তা। গত কয়েক বছর আগে আমফান থেকে শুরু করে আয়লার মত বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের কারণে নদী বাঁধের অনেকটাই ক্ষতি হয়েছে। এলাকার সাধারণ মানুষ লক্ষ্য করেন হোগল নদীর এক পাড় ভাঙতে শুরু করেছে। বড় বড় চাঙড় একের পর এক ধসে পড়ছে নদীতে। এই ঘটনার জেরে স্থানীয়দের পাশাপাশি যথেষ্ট চিন্তিত প্রশাসনের আধিকারিকরাও।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2023 1:42 PM IST







