South 24 Parganas News: বাইক নিয়ে যাচ্ছিলেন যুবক, মাঝ রাস্তায় ভয়ানক বিপদ
- Published by:Sayani Rana
- hyperlocal
Last Updated:
ম্যাক্স বোলেরো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ,মৃত বাইক আরোহী, গুরুতর আহত আরও একজন। গুরুতর ভাবে যিনি আহত হয়েছেন তিনি ওই বাইকেই সওয়ার ছিলেন। রবিবার রাত ন'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার যোগী বটতলায়।
বারুইপুর:ম্যাক্স বোলেরো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ,মৃত বাইক আরোহী, গুরুতর আহত আরও একজন। গুরুতর ভাবে যিনি আহত হয়েছেন তিনি ওই বাইকেই সওয়ার ছিলেন। রবিবার রাত ন'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার যোগী বটতলায়।
যোগীবটতলা স্পোর্টিং ক্লাবের কাছে স্থানীয় সালেপুর এলাকার বাসিন্দা পাপাই শেখ ও বুবাই দাস দু'জনে যোগীবটতলার দিক থেকে সোনারপুরের দিকে যখন দ্রুতগতিতে বাইকে করে যাচ্ছিল। সেই সময় সোনারপুরের দিক থেকে বারুইপুরে আসা একটি মুরগি বোঝাই ম্যাক্স বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। রাস্তায় ছিটকে পড়ে ওই দুই বাইক আরোহী।
advertisement
advertisement
দু'জনকেই স্থানীয় মানুষ উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।সেখানে পাপাই শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে দেয় চিকিৎসকেরা। আর সেখানেই জানায় মৃত্যু হয়েছে পাপাই শেখের।
advertisement
বুবাই দাসের পা ভেঙে যাওয়ায় চিকিৎসাধীন রয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে।এদিকে দুর্ঘটনার খবর পেয়েই বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে উদ্ধার করেছে।সেই সঙ্গে ঘাতক ম্যাক্স বোলেরো গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অর্পন মন্ডল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 11:16 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাইক নিয়ে যাচ্ছিলেন যুবক, মাঝ রাস্তায় ভয়ানক বিপদ








