South 24 Parganas News: ব্যবসায়ীর পথ আটকে টাকা দাবি, রাজি না হওয়ায় ভয়ানক কাণ্ড এলাকারই এক দুষ্কৃতীর!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
South 24 Parganas News: প্রতিদিনের মতো রবিবার রাতে এলাকার প্রসিদ্ধ মুদি ব্যবসায়ী নিখিল কুমার সাহা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় এলাকারই এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীর পথ আটকায়।
হটুগঞ্জ: পঞ্চায়েত নির্বাচনের আগে শ্যুট আউট! ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার হটুগঞ্জ মোড় এলাকায়। আহত ব্যবসায়ী নিখিল কুমার সাহা ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতে এলাকার প্রসিদ্ধ মুদি ব্যবসায়ী নিখিল কুমার সাহা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় এলাকারই এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীর পথ আটকায়। তাঁর কাছ থেকে তোলার টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, তার পর এলাকায় বোমাবাজি করে পালিয়ে যায় অভিযুক্ত দুষ্কৃতী। পরে স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ডায়মন্ডহারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী।
advertisement
আহত ব্যবসায়ীর অভিযোগ, হটুগঞ্জ এলাকার দুষ্কৃতী রেজাউল হক ওরফে ছোট মাটাল নামের এক দুষ্কৃতী প্রায়ই তোলার টাকা চাইত ব্যবসায়ীর থেকে। এদিনও তোলার টাকা চেয়ে ব্যবসায়ীর পথ আটকায়। ওই ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করায় প্রথমে ধস্তাধস্তি হয়। পরে তাঁকে লক্ষ্য করে বুকে গুলি চালায় ছোট মাটাল। তবে ডায়মন্ড হারবার এসডিপিও মিতুন কুমার দে জানান, ইতিমধ্যেই মূল অভিযুক্ত রেজাউল হক ওরফে ছোট মাটালকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 10:59 AM IST