পরকীয়া সন্দেহে স্ত্রীকে টুকরো টুকরো করল স্বামী, নৃশংস হত্যাকাণ্ড এবার শিলিগুড়িতে
- Edited by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই সন্দেহে স্ত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে দেহ দু টুকরো করে ক্যানেলে ফেলে দিলেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মোড় সংলগ্ন এলাকায়।
শিলিগুড়ি: দিল্লি, বারুইপুরের পর শিলিগুড়ি। এবার স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। নিহত মহিলার নাম রেনুকা খাতুন। দিল্লির শ্রদ্ধাকে হত্যার পর যেমন টুকরো টুকরো করা হয়েছিল, রেণুকাকেও অনেকটা একইভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। যেই ঘটনা সামনে আসার পর আঁতকে উঠেছে স্থানীয়রা।
স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই সন্দেহে স্ত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে দেহ দু টুকরো করে ক্যানেলে ফেলে দিলেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মোড় সংলগ্ন এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম এম ডি আনসারুল। ৬ বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের দাদাভাই কলোনিতে থাকতেন দম্পতি।
advertisement
সম্প্রতি ওই গৃহবধূ শিলিগুড়ির কলেজ পাড়ায় একটি বিউটি পার্লারে কাজ শিখতে যেত বলে জানা গিয়েছে। গত ২৪ ডিসেম্বর গৃহবধূর পরিবার থানায় অভিযোগ জানায় যে গৃহবধূ নিখোঁজ রয়েছে। এরপরই তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ। বুধবার রাতে গৃহবধূর স্বামী এম ডি আনসারুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপরই পুলিশের সন্দেহ হয়। পুলিশি জেরায় এম ডি আনসারুল স্বীকার করে যে তার স্ত্রী পরকীয়ায় জড়িত রয়েছে বলে সন্দেহ করত সে।
advertisement
advertisement
গত ২৪ ডিসেম্বর ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রীকে ফাঁসিদেওয়ায় নিয়ে যায় সে। এরপর সেখানে স্ত্রীকে চাকু দিয়ে খুন করে এবং দেহ থেকে মাথা আলাদা করে।পরে দেহ এবং মাথা দুটি আলাদা-আলাদা বস্তায় ভরে ক্যানেলে ফেলে দেয় সে। বৃহস্পতিবার সকাল থেকেই ক্যানেলে বিপর্যয় মোকাবিলা দল দেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে অভিযুক্ত স্বামীকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে । ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে।
advertisement
ANIRBAN ROY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2023 12:38 AM IST