Crime News: বাড়িতে ফোন করে বাবা জানাল, ছেলেকে শ্বাসরোধ করে জমিতে পুঁতে রেখেছি! উস্তিতে মারাত্মক ঘটনা

Last Updated:

Crime News: নিজের শিশু সন্তানকে শ্বাসরোধ করে খুন করার পর ধান জমিতে ফেলে দিয়ে পলাতক বাবা।

ধান জমিতে শিশুর দেহ উদ্ধার (প্রতীকী ছবি)
ধান জমিতে শিশুর দেহ উদ্ধার (প্রতীকী ছবি)
উস্তি: নিজের শিশু সন্তানকে শ্বাসরোধ করে খুন করার পর ধান জমিতে পুঁতে দিয়ে পলাতক বাবা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার দেউলা নাজরার ডোম পাড়া এলাকার। নিহত শিশু রোহিত শেখ, বয়স ৭। অভিযুক্ত বাবা রফিকুল শেখ ঘটনার পর থেকে পলাতক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেউলা গ্রামের বাসিন্দা রফিকুল শেখ শনিবার সন্ধ্যায় তার নিজের ছেলেকে গ্রামের ধান জমিতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে। এর পর ধান জমিতে পুঁতে দিয়ে পালিয়ে যায়। এরপর পরিবারের এক নিকট আত্মীয়কে ফোন করে অভিযুক্ত বাবা রফিকুল শেখ জানায় তার ছেলেকে সে খুন করে ধান জমিতে পুঁতে দিয়েছে। পরিবারের লোকজন ধান জমি থেকে শিশু সন্তানকে উদ্ধার করে বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়।
advertisement
advertisement
আরও পড়ুন: বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের! আহত একাধিক
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় উস্তি থানার পুলিশ। তবে কী কারণে নিজের ছেলেকে এভাবে নৃশংস ভাবে খুন করল বাবা তার কারণ স্পষ্ট নয়। এলাকার বাসিন্দারা জানায়, রফিকুল শেখ পেশায় একজন ভ্যান চালক। রোহিত শেখ তার একমাত্র সন্তান ছিল। অভাবের সংসারে কোনও মতেই দিন গুজরান হয় তাদের। সংসারে অভাব অনটনের জেরে মানসিক অবসাদে ভুগছিল রফিকুল। এরই জেরে হয়তো নিজের সন্তানকে খুন করে পালিয়ে যায় সে। খুনি বাবার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে উস্তি থানার পুলিশ।
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: বাড়িতে ফোন করে বাবা জানাল, ছেলেকে শ্বাসরোধ করে জমিতে পুঁতে রেখেছি! উস্তিতে মারাত্মক ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement