Murshidabad Accident: বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের! আহত একাধিক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Murshidabad News: কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন। ঘটনার পরেই পলাতক বাসের চালক।
মুর্শিদাবাদ: শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত যশোহরি এলাকাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের। ঘটনার জেরে আহত হন আরও চার জন। জানা গিয়েছে, কান্দি থানার অন্তর্গত কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়কের ওপর একটি বেসরকারি বাস অটোকে সজরে ধাক্কা মারে। যার ফলে গুরুতর আহত হন চারজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের।
মৃতদের দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় কান্দি মহকুমা হাসপাতালে। অপরদিকে, আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয় কান্দি মহকুমা হাসপাতালে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, কান্দি থেকে কুলির দিকে যাত্রিবোঝাই একটি অটো যাচ্ছিল। অপরদিক থেকে কুলি থেকে কান্দির দিকে আসছিল একটি বেসরকারি বাস। বেসরকারি বাস আসার পথে কান্দি থানার অন্তর্গত যশোহরি এলাকাতে সজরে সেই অটোকে ধাক্কা মারে।
advertisement
আরও পড়ুন: বারাসতের রাস্তায় দুপুরবেলা মহিলাকে ধাওয়া করে মারাত্মক কাণ্ড, সিসিটিভিতে ধরা পড়ল সব! দেখুন
advertisement
আরও পড়ুন: দুই ফুট উচ্চতা-দশ ইঞ্চির চওড়া, নদের তীরে বহুমূল্যবান সম্পদ উদ্ধার ঘিরে শোরগোল!
দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন চারজন এবং মৃত্যু হয় দু'জনের। যদিও এখনও পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন। ঘটনার পরেই পলাতক বাসের চালক। স্থানীয় বাসিন্দারা জানান, বেসরকারি বাসটি অতি দ্রুত গতিতে থাকার কারণেই অটো গাড়িতে সজোরে গিয়ে ধাক্কা মারে। যার ফলে অটোতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। দুর্ঘটনায় আহত অটোর যাত্রীদের বাড়ি বড়ঞা থানার বদুয়া গ্রামে। কান্দি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2023 11:31 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Accident: বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের! আহত একাধিক