Crime News: বারাসতের রাস্তায় দুপুরবেলা মহিলাকে ধাওয়া করে মারাত্মক কাণ্ড, সিসিটিভিতে ধরা পড়ল সব! দেখুন

Last Updated:

Crime News: ওই মহিলার দুই মেয়ে CCTV ফুটেজ নিয়ে হাজির হয় বারাসত থানায়। লিখিত অভিযোগও জানানো হয়।

+
বারাসতে

বারাসতে ছিনতাই

উত্তর ২৪ পরগনা: এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুঃসাহসিক চুরির ঘটনা। ভাইরাল সিসিটিভি ফুটেজ নিয়েই থানার দ্বারস্থ হলেন দুই মহিলা। জানা যায়, বারাসত সরোজিনী পল্লি এলাকায় ভরদুপুরে ঘটে ছিনতাইয়ের ঘটনা।
এলাকার এক মহিলা বাড়ি ফিরছিলেন, তাঁর হাতে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগে কিছু টাকা ও একটি মোবাইল ফোনও ছিল বলে তাঁর দাবি। ফুটেজে দেখা যায়, একজন ওই মহিলাকে ধাওয়া করতে শুরু করে। মহিলার সঙ্গে মুখোমুখি আসার পরই, ঘুরে মহিলার পিছু নেয় ছিনতাইবাজ। বেশ কিছুটা যাওয়ার পর রাস্তা ফাঁকা দেখেই মহিলার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় সে।
advertisement
advertisement
আরও পড়ুন: দুই ফুট উচ্চতা-দশ ইঞ্চির চওড়া, নদের তীরে বহুমূল্যবান সম্পদ উদ্ধার ঘিরে শোরগোল!
ছিনতাইয়ের আগে ওই এলাকার এক পরিচারিকার সঙ্গে কথা বলতে দেখা যায় ছিনতাইকারীকে। ওই মহিলা এলাকার কোনও এক বাড়িতে কাজ করে।এরপরই সর্বস্ব হারানো ওই মহিলার দুই মেয়ে CCTV ফুটেজ নিয়ে হাজির হয় বারাসত থানায়। লিখিত অভিযোগও জানানো হয়। ঘটনার পর থেকেই এলাকাজুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। জেলার সদর শহর বারাসাতে এ ধরনের ঘটনা প্রকাশ্যে আসতেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি বলেই জানান এলাকাবাসীরা। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: বারাসতের রাস্তায় দুপুরবেলা মহিলাকে ধাওয়া করে মারাত্মক কাণ্ড, সিসিটিভিতে ধরা পড়ল সব! দেখুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement