Crime News: বারাসতের রাস্তায় দুপুরবেলা মহিলাকে ধাওয়া করে মারাত্মক কাণ্ড, সিসিটিভিতে ধরা পড়ল সব! দেখুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
Crime News: ওই মহিলার দুই মেয়ে CCTV ফুটেজ নিয়ে হাজির হয় বারাসত থানায়। লিখিত অভিযোগও জানানো হয়।
উত্তর ২৪ পরগনা: এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুঃসাহসিক চুরির ঘটনা। ভাইরাল সিসিটিভি ফুটেজ নিয়েই থানার দ্বারস্থ হলেন দুই মহিলা। জানা যায়, বারাসত সরোজিনী পল্লি এলাকায় ভরদুপুরে ঘটে ছিনতাইয়ের ঘটনা।
এলাকার এক মহিলা বাড়ি ফিরছিলেন, তাঁর হাতে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগে কিছু টাকা ও একটি মোবাইল ফোনও ছিল বলে তাঁর দাবি। ফুটেজে দেখা যায়, একজন ওই মহিলাকে ধাওয়া করতে শুরু করে। মহিলার সঙ্গে মুখোমুখি আসার পরই, ঘুরে মহিলার পিছু নেয় ছিনতাইবাজ। বেশ কিছুটা যাওয়ার পর রাস্তা ফাঁকা দেখেই মহিলার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় সে।
advertisement
আরও পড়ুন: 'ওর কাছে টাকার পাহাড় আছে', অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য দারুণ 'বুদ্ধি' দিলেন সেলিম!
advertisement
আরও পড়ুন: দুই ফুট উচ্চতা-দশ ইঞ্চির চওড়া, নদের তীরে বহুমূল্যবান সম্পদ উদ্ধার ঘিরে শোরগোল!
ছিনতাইয়ের আগে ওই এলাকার এক পরিচারিকার সঙ্গে কথা বলতে দেখা যায় ছিনতাইকারীকে। ওই মহিলা এলাকার কোনও এক বাড়িতে কাজ করে।এরপরই সর্বস্ব হারানো ওই মহিলার দুই মেয়ে CCTV ফুটেজ নিয়ে হাজির হয় বারাসত থানায়। লিখিত অভিযোগও জানানো হয়। ঘটনার পর থেকেই এলাকাজুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। জেলার সদর শহর বারাসাতে এ ধরনের ঘটনা প্রকাশ্যে আসতেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি বলেই জানান এলাকাবাসীরা। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2023 10:57 AM IST