হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
দক্ষিণ ২৪ পরগণায় পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের সূচনা, তৈরি হবে রাস্তা

South 24 Parganas News : দক্ষিণ ২৪ পরগণায় পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের সূচনা, তৈরি হবে ১৬৬৭ কিলোমিটার রাস্তা

X
 দক্ষিণ [object Object]

পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের অধীনে দক্ষিণ ২৪ পরগণায় রাস্তা হবে ১৬৬৭ কিলোমিটার। দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫ টি মহকুমার অন্তর্গত ২৯ টি ব্লকে ২১৫০ টি নতুন রাস্তা নির্মাণ ও পুরনো রাস্তার মেরামত করা হবে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

দক্ষিণ ২৪ পরগণা: পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের অধীনে দক্ষিণ ২৪ পরগণায় রাস্তা হবে ১৬৬৭ কিলোমিটার। দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫ টি মহকুমার অন্তর্গত ২৯ টি ব্লকে ২১৫০ টি নতুন রাস্তা নির্মাণ ও পুরনো রাস্তার মেরামত করা হবে। এই প্রকল্প রূপায়নে প্রায় ৫৯৭ কোটি টাকা ব্যয় হবে, যার পুরোটাই রাজ্য সরকারের তহবিল থেকে প্রদান করা হবে।

এই উপলক্ষ্যে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত ফলতায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুমিত গুপ্তা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

আরও পড়ুন- বাইক নিয়ে যাচ্ছিলেন যুবক, মাঝ রাস্তায় ভয়ানক বিপদ

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে মঙ্গলবারই সিঙ্গুর থেকে সমগ্র রাজ্যের জন্য পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের সূচনা করেন। এই উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রতিটি ব্লকে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানগুলিতে সংশ্লিষ্ট ব্লকের বিডিও, বিধায়ক সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দক্ষিণ ২৪ পরগণা জেলা জুড়ে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষজন। সমস্ত রাস্তার কাজ বর্ষার আগেই শেষ হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নবাব মল্লিক
Published by:Sayani Rana
First published:

Tags: South 24 Parganas, South 24 Parganas news