South 24 Parganas News : আমফানে উড়েছিল স্কুলের ছাউনি! এখনও ঠিক হয়নি! বারান্দায় চলছে ক্লাস!

Last Updated:

South 24 Parganas News: আমফান ঘূর্ণিঝড়ে উড়ে গিয়েছিল স্কুলের ছাউনি। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় ২ বছর।

+
নামখানার

নামখানার সেই ভাঙা স্কুল

নামখানা: আমফান ঘূর্ণিঝড়ে উড়ে গিয়েছিল স্কুলের ছাউনি। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় ২ বছর। কিন্তু এখনও সরানো হয়নি সেই ছাউনি। এমন অবস্থার মধ্যে নামখানায় স্কুলের রান্নাঘরের পাশে চলছে পড়াশোনার কাজ। স্কুলের রান্না ঘরের পাশে বারান্দাতে নেওয়া হচ্ছে খুদে পড়ুয়াদের ক্লাস। উনানের ধোঁয়াতে চোখ মুখ জ্বালা করছে পড়ুয়াদের। চরম ভোগান্তিতে শিক্ষিকারাও। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত দ্বারিকনগর ভিআই লেলিন এসএসকে স্কুলের।
স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকদের অভিযোগ আমফান ঘূর্ণিঝড়ের সময় ওই স্কুলের ছাদ উড়ে গিয়েছে। তারপর থেকেই অকেজো হয়ে পড়েছে স্কুল গৃহ। সেই থেকে স্কুলের রান্না ঘরের বারান্দাতেই শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের বসিয়ে কোনওরকমে ক্লাস নেওয়া হয়। স্কুলের মিডডে মিলের রান্নার সময় উনুনের ধোঁয়াতে প্রচন্ড চোখ মুখ জ্বালা করে পড়ুয়াদের। একইভাবে উনুনের ধোঁয়াতে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় শিক্ষিকাদের। স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিস সহ বিভিন্ন দফতরে জানিয়েও কোন সুরাহা হয়নি।
advertisement
advertisement
স্কুল গৃহ অকেজো হয়ে পড়ায় তলানিতে গিয়ে ঠেকেছে পড়ুয়াদের সংখ্যা। আগে স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা ছিল ১০০ বর্তমানে তা কমে গিয়ে হয়েছে ২৭ । এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী কয়েকবছরের মধ্যে এই স্কুলটি চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে গ্রামবাসীরা। যদিও এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি জানান জেলা পরিষদের অধ্যক্ষ থাকাকালীন তিনি স্কুলের ছাদ তৈরির জন্য ৭ লক্ষ টাকার একটি স্কিম তৈরি করেছিলেন। কিন্তু ওখানকার কিছু গ্রামবাসী সেই কাজ করতে দেয়নি। তাদের দাবি ছিল স্কুলটিতে কংক্রিটের ঢালাইয়ের ছাদ করে দিতে হবে। কিন্তু ৭ লক্ষ টাকায় পাকাপোক্ত ছাদ নির্মাণ সম্ভব নয়। তবে আমি নতুন পদে নিযুক্ত হয়েছি, দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করব।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : আমফানে উড়েছিল স্কুলের ছাউনি! এখনও ঠিক হয়নি! বারান্দায় চলছে ক্লাস!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement