South 24 Parganas: পরিচর্যার অভাবে নষ্ট সুন্দরবনের ম্যানগ্রোভ চারা, সঙ্কটে দ্বীপ!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সুন্দরবনকে বাঁচাতে গেলে প্রয়োজন ম্যানগ্রোভ আর এই ম্যানগ্রোভ না থাকলে সুন্দরবন থাকবে না পাশাপাশি সুন্দরবনের অপরিহার্য ম্যানগ্রোভ তাই আমাদের ম্যানগ্রোভ বাঁচানোর শপথ নিতে হবে।
#সুন্দরবন : সুন্দরবনকে বাঁচাতে গেলে প্রয়োজন ম্যানগ্রোভ আর এই ম্যানগ্রোভ না থাকলে সুন্দরবন থাকবে না পাশাপাশি সুন্দরবনের অপরিহার্য ম্যানগ্রোভ তাই আমাদের ম্যানগ্রোভ বাঁচানোর শপথ নিতে হবে। কিন্তু পরিচর্যার অভাবে নষ্ট হতে চলেছে লক্ষ লক্ষ ম্যানগ্রোভ গাছের চারা। ঘূর্ণিঝড় ইয়াস ও আমফানের কারণে সুন্দরবনের বহু ম্যানগ্রোভের ক্ষতি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বছরে পাঁচ কোটি করে ম্যানগ্রোভ চারা বসানোর নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কার্যত সুন্দরবনের উপকূলবর্তী ব্লকগুলি মূলত ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে ম্যানগ্রোভ নার্সারি গড়ে তোলা হয়।
advertisement
কিন্তু এবছর নার্সারিতে এখনও লক্ষ লক্ষ গাছ থাকলেও পরিচর্যার অভাবে নষ্ট হতে বসেছে বেশিরভাগ নার্সারি। ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা বন্ধ থাকার কারণে এই নার্সারিগুলি পরিচর্যা করা সম্ভব হচ্ছে না বলেই দাবি পঞ্চায়েত প্রধানদের।দক্ষিণ২৪ পরগনা জেলার মধ্যে সব থেকে ভালো ম্যানগ্রোভের নার্সারি তৈরি করা হয়েছে ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মাতলা নদীর চরে তৈরি হওয়া এই গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন নার্সারিতে এ বছর প্রায় ৫ লক্ষ ম্যানগ্রোভ চারা তৈরি করা হয়েছে।
advertisement
বিগত বছরগুলিতে এখান থেকেই গাছ নিয়ে সুন্দরবনের বিভিন্ন নদীর চরে নতুন করে ম্যানগ্রোভ বসানো হয়েছে। কিন্তু এবছর নার্সারিতে ম্যানগ্রোভ থাকলেও সেই ম্যানগ্রোভ তুলে নিয়ে অন্যত্র বসানোর কাজ প্রায় বন্ধ। অন্যদিকে ১০০ দিনের প্রকল্পের টাকা বন্ধ থাকায় এই নার্সারির পরিচর্যাও বন্ধের মুখে। ফলে নষ্ট হচ্ছে নার্সারিতে থাকা লক্ষ লক্ষ গাছ।
advertisement
শুধু নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকা নয়, সুন্দরবনের গোসাবা ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকার নার্সারিতেও একই অবস্থা। মাসের পর মাস নার্সারিতে কাজ করেও টাকা না পেয়ে শ্রমিকরা অন্যত্র কাজে চলে গিয়েছেন বলে দাবি পঞ্চায়েতের। তবে এখনও কিছু কিছু জায়গায় পাওনা টাকা পাওয়ার আশায় কিছু মানুষ ম্যানগ্রোভের পরিচর্যা করছেন ঠিকই, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম।
advertisement
Suman Saha
view commentsLocation :
First Published :
September 07, 2022 1:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: পরিচর্যার অভাবে নষ্ট সুন্দরবনের ম্যানগ্রোভ চারা, সঙ্কটে দ্বীপ!
