South 24 Parganas: বেহাল বইচবেড়িয়ার রাস্তা! অসুবিধায় স্থানীয়রা, অথচ নীরব প্রশাসন!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আছে রাস্তা, কিন্তু সেই রাস্তা একেবারেই চলার অযোগ্য। রাস্তার বিভিন্ন জায়গায় রয়েছে বড়ো বড়ো গর্ত। কোথাও আবার ইটের কোনো অংশই নেই।
#মথুরাপুর : আছে রাস্তা, কিন্তু সেই রাস্তা একেবারেই চলার অযোগ্য। রাস্তার বিভিন্ন জায়গায় রয়েছে বড়ো বড়ো গর্ত। কোথাও আবার ইটের কোনো অংশই নেই। একসময়ের ইটের রাস্তা বর্তমানে পরিণত হয়েছে মাটির রাস্তাতে। আর এর ফলে অসুবিধায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এমন ঘটনা মথুরাপুর ২ নং ব্লকের অন্তর্গত কাশীনগর গ্রাম পঞ্চায়েতের বইচবেড়িয়ায়। স্থানীয় সূত্রে খবর প্রায় ২০ বছর আগে এই ইটৈর রাস্তাটি তৈরী করা হয়েছিল। রাস্তা তৈরীর পর থেকে এখনও পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে রাস্তার অবস্থা বর্তমানে সঙ্গীন হয়ে উঠেছে। বেহাল এই রাস্তা সারানোর কথা প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বইচবেড়িয়া গ্রামের প্রধান এই রাস্তার প্রায় ১ কিমি অংশের অবস্থা খুবই সঙ্গীন।
advertisement
স্থানীয়রা এই রাস্তা দিয়ে একপ্রকার জীবন হাতে করে যাতায়াত করেন। রাত্রে অসুস্থ রোগীদের নিয়ে যেতে সমস্যার সৃষ্টি হয় এখানে। দিনের বেলা স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পায়। বৃষ্টি হলে রাস্তার অবস্থা আরও সঙ্গীন হয়ে ওঠে। বারাবার প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তা সারানোর আশ্বাস দেওয়া হলেও রাস্তা সারানো হয়নি বলে জানিয়েছেন গ্রামবাসীরা। এই বেহাল রাস্তা নিয়ে স্থানীয় এক গ্রামবাসী বিশ্বনাথ মান্না জানান রাস্তার বেহাল অবস্থার কারণে খুব কষ্ট করে যাতায়াত করতে হয়।
advertisement
প্রায় হাজার খানেক স্থানীয় গ্রামবাসী এই রাস্তা যাতায়াতের উদ্যেশ্যে ব্যবহার করেন। স্কুলছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীরাও এই রাস্তা ব্যবহার করতে ভয় পান। রাস্তা সারানোর আশ্বাস দিয়ে একাধিকবার প্রশাসনের কর্তাব্যক্তিরা এলেও রাস্তা আর সারানো হয়নি। রাস্তাটি যদি সারানো হয় তাহলে খুব ভালো হয়। যদিও এ নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রাজিয়া গাজী জানান রাস্তাটি সত্যিই খুব বেহাল অবস্থায় রয়েছে।
advertisement
পঞ্চায়েত সদস্য হিসাবে প্রথম যখন দাঁড়িয়েছিলাম তখন রাস্তা সারানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু এরপর এই রাস্তা সারানোর কথা প্রশাসনের সর্বস্তরে জানিয়েছি, দলের উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত এই রাস্তা সংস্কার করা যায়নি। রাস্তার জন্য অসুবিধায় আছেন গ্রামবাসীরা। এ নিয়ে মথুরাপুর ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য দীপঙ্কর হালদার জানিয়েছেন সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যাটি দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে।
advertisement
Nawab Mallick
view commentsLocation :
First Published :
September 03, 2022 8:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: বেহাল বইচবেড়িয়ার রাস্তা! অসুবিধায় স্থানীয়রা, অথচ নীরব প্রশাসন!
