South 24 Parganas: স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ বহিরাগতর! বিক্ষোভ রায়দিঘীতে

Last Updated:

স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগে শনিবার উত্তপ্ত হয়ে উঠল রায়দিঘীর ২৩ নং লট এলাকা। অভিযোগ রায়দিঘীর ২৩ নং লটের শিকারি পাড়া ও সরদার পাড়া শিক্ষা কেন্দ্রের স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে।

রায়দিঘীতে  স্কুলে বিক্ষোভ
রায়দিঘীতে স্কুলে বিক্ষোভ
#রায়দিঘী : স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগে শনিবার উত্তপ্ত হয়ে উঠল রায়দিঘীর ২৩ নং লট এলাকা। অভিযোগ রায়দিঘীর ২৩ নং লটের শিকারি পাড়া ও সরদার পাড়া শিক্ষা কেন্দ্রের স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে ওই স্কুলের প্রাক্তন শিক্ষক পান্নালাল হালদারের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ ওই শিক্ষক অবসর গ্রহণ করার পরও মাঝে মধ‍্যে স্কুলে আসেন। এছাড়াও তিনি স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন।
 
 
advertisement
স্কুল প্রাঙ্গনে এই আচরণ দৃষ্টিকটু লাগে বলে অভিযোগ গ্রামবাসীদের। অবসর গ্রহণের পর তিনি স্কুলে এসে ঠিক কি করেন তাঁর সদুত্তর দিতে পারেননি তিনি। শনিবার সমস্ত অভিযোগ নিষ্পত্তি করতে গ্রামবাসীরা স্কুল প্রাঙ্গণে ভিড় করেন। এরপরই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন স্কুল প্রাঙ্গণে। এই বিক্ষোভের মুখে পড়ে ওই প্রাক্তন শিক্ষক।
advertisement
 
গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে তিনি গ্রামবাসীদের সঙ্গে অসৌজন‍্যমূলক আচরণ করেন তিনি। আর যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় গ্রামবাসীরা ওই প্রাক্তন শিক্ষক ঠিক কি কারণে স্কুলে আসেন তা জানতে চান তাঁরা। তবে এ ব‍্যাপারে সদুত্তর দিতে পারেননি স্কুলের বর্তমান কর্তৃপক্ষ। এরপরই রায়দিঘী থানায় খবর যায়। রায়দিঘী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
advertisement
 
যদিও পুলিশ পৌছানোর পরও গ্রামবাসীরা নিজেদের অবস্থানে অনড় থাকে। তারা ওই শিক্ষকের শাস্তির দাবিও তোলেন। বিক্ষোভ চলাকালীন গ্রামবাসীরা ওই শিক্ষককে ঘেরাও করে রাখেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক কি কারনে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
 
 
 
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ বহিরাগতর! বিক্ষোভ রায়দিঘীতে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement