South 24 Parganas News: কাকদ্বীপ থেকে কলকাতার পথ পাড়ি, নিরলস ক্রিকেট প্রেম, বাংলা দলে সত্যম

Last Updated:

কাকদ্বীপের রথতলার কিশোর সত্যম পাত্র বাংলার আন্ডার ১৬ টিমে খেলে নজর কেড়েছেন সকলের। তার এই সাফল্যের কাকদ্বীপে ক্রিকেট খেলতে উৎসাহ দেখাচ্ছেন অনেক কিশোর-কিশোরীরা।

+
সত্যম

সত্যম পাত্র

#‌কাকদ্বীপ: ছিলেন পেস বোলার, এরপর বোলিং আ্যকশ্যান চেঞ্জ করে হলেন স্পিনার এরপর অলরাউন্ডার হয়ে জীবনে এসেছে সাফল্য। আর এই সাফল্যের গল্প পথ দেখাচ্ছে অন্যান্য কিশোর কিশোরীদের। এমন ঘটনা প্রত্যক্ষ করেছে কাকদ্বীপবাসি। এই ঘটনায় খুশি স্থানীয়রা।
মূলত কাকদ্বীপের রথতলার এক কিশোর সত্যম পাত্র এভাবেই কাকদ্বীপের এক প্রত্যন্ত এলাকা থেকে বাংলার আন্ডার ১৬ টিমে খেলার সুযোগ পেয়েছেন। সাফল্যের সঙ্গে বাংলা অনুর্ধ্ব ১৬ দলে খেলতে পাওয়ার পর বর্তমানে তার স্বপ্ন ভারতীয় দলে খেলা। সেই লক্ষ্যেই কাকদ্বীপে প্রতিনিয়ত অনুশীলন চালাচ্ছেন তিনি।
advertisement
advertisement
তার সেই অনুশীলন দেখে উৎসাহিত হয়ে অন্যান্য যুবক যুবতীরা ক্রিকেট খেলতে এগিয়ে আসছে। সত্যম কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের একাদশ শ্রেণীর ছাত্র। মাত্র ১৬ বছর বয়সে এই সাফল্য আসায় খুশি সত্যমের পরিবারের লোকজন।
advertisement
ছোটবেলা থেকেই ক্রিকেট খেলায় আগ্রহ ছিল তার। মাত্র ৭ বছর বয়স থেকেই খেলার জন্য অনুশীলন শুরু করে সে। বর্তমানে খেলার জন্য প্রায়শই কলকাতায় যেতে হয় তার। সেক্ষেত্রে খুবই অসুবিধা হয় বলে জানিয়েছেন তিনি। ছেলে ক্রিকেটার হিসাবে আরও বড় জায়গায় খেলুক এটাই চায় সত্যমের বাবা মা।
সত্যমের এই সাফল্য নিয়ে তার কোচ প্রদীপ নায়েক জানিয়েছেন। খুব ছোট থেকেই সত্যম ক্রিকেট খেলতে ভালোবাসতো। ওর ভিতরে ক্রিকেট বলে জিনিসটা রয়েছে। যা ওকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছে। আগে ও পেস বোলার ছিল এখন ও পুরোপুরি অলরাউন্ডার। তার এই সাফল্য পথ দেখেছে অন্যান্য কিশোর কিশোরীদের।
advertisement
Nawab Mullick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কাকদ্বীপ থেকে কলকাতার পথ পাড়ি, নিরলস ক্রিকেট প্রেম, বাংলা দলে সত্যম
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement