South 24 Parganas News: দিনে দুপুরে নির্বিচারের শামুকখোল পাখি শিকার বারুইপুরে, প্রতিবাদ করলেই প্রাণে মারার হুমকি!

Last Updated:

গ্রামের মানুষ এইভাবে শামুকখোল পাখি হত্যার প্রতিবাদ করলে তাঁদের পাল্টা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মূলত বারুইপুর গ্রামীণ এলাকায় এই পাখি শিকারীদের দাপট দেখা যাচ্ছে।

দক্ষিণ ২৪ পরগনা: তপ্ত দুপুরে পুকুর-খাল থেকে শামুক খুঁজে তা খেতে আসে শামুকখোল পাখির দল। আর তখনই একদল চোরাশিকারী বাইকে করে এসে বন্দুক দিয়ে নির্বিচারে মারছে এই পাখিকে। বারুইপুরের দিনে দুপুরে এভাবেই চলছে বেআইনি পাখি হত্যার কাজ।
গ্রামের মানুষ এইভাবে শামুকখোল পাখি হত্যার প্রতিবাদ করলে তাঁদের পাল্টা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মূলত বারুইপুর গ্রামীণ এলাকায় এই পাখি শিকারীদের দাপট দেখা যাচ্ছে। স্থানীয় পঞ্চায়েত অফিসে বিষয়টি জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু কেউ কোন‌ও পদক্ষেপ করছে না বলে তাঁদের অভিযোগ। এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বন আধিকারিক মিলন মণ্ডল জানান, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
advertisement
advertisement
বারুইপুরের বেগমপুরের ২০০ কলোনির মাঠ এলাকা, আকনা, পিয়ালি, কাটাখাল বাইপাসের আশপাশে পাখি শিকারীদের দাপট সবচেয়ে বেশি। গ্রামবাসীদের দাবি, এটা কোন‌ও অল্পবয়সীদের শখের বিষয় নয়, জেলার সদর শহরের কাছে শুরু হয়েছে চোরাশিকারীদের উৎপাত। এই প্রসঙ্গে স্থানীয় বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান অমর মণ্ডল সাফাইয়ের সুরে জানান, বিষয়টি তাঁর জানা নেই, গ্রামবাসীরা তাঁকে কিছু জানাননি। খোঁজ নিয়ে তিনি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দিনে দুপুরে নির্বিচারের শামুকখোল পাখি শিকার বারুইপুরে, প্রতিবাদ করলেই প্রাণে মারার হুমকি!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement