South 24 Parganas News: দিনে দুপুরে নির্বিচারের শামুকখোল পাখি শিকার বারুইপুরে, প্রতিবাদ করলেই প্রাণে মারার হুমকি!
- Reported by:SUMAN SAHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
গ্রামের মানুষ এইভাবে শামুকখোল পাখি হত্যার প্রতিবাদ করলে তাঁদের পাল্টা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মূলত বারুইপুর গ্রামীণ এলাকায় এই পাখি শিকারীদের দাপট দেখা যাচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনা: তপ্ত দুপুরে পুকুর-খাল থেকে শামুক খুঁজে তা খেতে আসে শামুকখোল পাখির দল। আর তখনই একদল চোরাশিকারী বাইকে করে এসে বন্দুক দিয়ে নির্বিচারে মারছে এই পাখিকে। বারুইপুরের দিনে দুপুরে এভাবেই চলছে বেআইনি পাখি হত্যার কাজ।
আরও পড়ুন: দেশের বৃহত্তম হিজল বনে বিধ্বংসী অগ্নিকাণ্ড
গ্রামের মানুষ এইভাবে শামুকখোল পাখি হত্যার প্রতিবাদ করলে তাঁদের পাল্টা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মূলত বারুইপুর গ্রামীণ এলাকায় এই পাখি শিকারীদের দাপট দেখা যাচ্ছে। স্থানীয় পঞ্চায়েত অফিসে বিষয়টি জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু কেউ কোনও পদক্ষেপ করছে না বলে তাঁদের অভিযোগ। এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বন আধিকারিক মিলন মণ্ডল জানান, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
advertisement
advertisement
বারুইপুরের বেগমপুরের ২০০ কলোনির মাঠ এলাকা, আকনা, পিয়ালি, কাটাখাল বাইপাসের আশপাশে পাখি শিকারীদের দাপট সবচেয়ে বেশি। গ্রামবাসীদের দাবি, এটা কোনও অল্পবয়সীদের শখের বিষয় নয়, জেলার সদর শহরের কাছে শুরু হয়েছে চোরাশিকারীদের উৎপাত। এই প্রসঙ্গে স্থানীয় বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান অমর মণ্ডল সাফাইয়ের সুরে জানান, বিষয়টি তাঁর জানা নেই, গ্রামবাসীরা তাঁকে কিছু জানাননি। খোঁজ নিয়ে তিনি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 5:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দিনে দুপুরে নির্বিচারের শামুকখোল পাখি শিকার বারুইপুরে, প্রতিবাদ করলেই প্রাণে মারার হুমকি!








