Malda News: দেশের বৃহত্তম হিজল বনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

Last Updated:

হিজল বনে এ দিনের আগুন লাগার বিষয়টি প্রথম স্থানীয় এক বাসিন্দার নজরে আসে। তিনি অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পে খবর দেন।

+
title=

মালদহ: তীব্র তাপপ্রবাহের মধ্যেই আবারও আগুন লাগলো দেশের বৃহত্তম হিজল বনে। বুধবার সকাল থেকেই দাউ দাউ করে জ্বলছে জঙ্গলের একাংশ। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই জঙ্গলে কয়েক মাস আগেও বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই আগুনে পুড়ে নষ্ট হয়েছিল বহু হিজল গাছ। আবারও সেই জঙ্গলে আগুন লাগায় বড় ক্ষতি হয়ে গেল বলে মনে করছেন পরিবেশ বিশারদরা।
মালদহের হবিবপুরে ভারত-বাংলাদেশ সীমান্তের সিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত দেশের এই বৃহত্তম হিজল বন। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ জঙ্গলে আগুন দেখেই ছুটে যান বিএসএফ জওয়ানরা। খবর পেয়ে ছুটে আসেন পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারাও। বিএসএফ ক্যাম্পের ওয়াটার রিজার্ভার থেকে জল নিয়ে আগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে বিএসএফ জ‌ওয়ানরাই প্রথম আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলকে।
advertisement
advertisement
সূত্রের খবর, হিজল বনে এ দিনের আগুন লাগার বিষয়টি প্রথম স্থানীয় এক বাসিন্দার নজরে আসে তিনি অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পে খবর দেন। তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে যায় বিএসএফ-র ৪৪ নম্বর ব্যাটেলিয়নের অনুরাধাপুর ক্যাম্পের জওয়ানরা৷ এরপর দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। যদিও বুধবার দুপুর পর্যন্ত জঙ্গলে আগুন জ্বলতে দেখা গিয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চলছে। যদিও বিষয়টি সহজ নয়, কারণ তীব্র গরমে শুকনো জঙ্গলের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুনের শিখা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: দেশের বৃহত্তম হিজল বনে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement