Purulia News: পঞ্চায়েত প্রধানের নামেই আবাস যোজনা ঘর! কারণ শুনলে চোখ কপালে উঠবে

Last Updated:

Purulia News: সম্প্রতি, পুরুলিয়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় দেখতে পাওয়া যায় পঞ্চায়েত প্রধানের নাম।

+
মারাত্মক

মারাত্মক অভিযোগ

#পুরুলিয়া : অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প হল প্রধানমন্ত্রীর আবাস যোজনা। বেশকিছু নিয়মের মধ্যে দিয়ে এই প্রকল্পের আওতাধীন আসতে হয়। নিয়ম অনুসারে বাড়ির জন্য আবেদন করার পর যে নামের তালিকা সরকারিভাবে আসে সেই তালিকা অনুযায়ী বাড়ি বিতরণ করা হয়। সম্প্রতি, পুরুলিয়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় দেখতে পাওয়া যায় পঞ্চায়েত প্রধানের নাম।
ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার ঝালদা এক নম্বর ব্লকের ইলু জাগরো গ্রামে। গ্রামেরই পঞ্চায়েত প্রধান প্রকাশ কুমার মাহাতর নামে আবাস যোজনার বাড়ির নাম প্রকাশ হয়। ঘটনার কথা জানতে পেরে পঞ্চায়েত প্রধান নিজ উদ্যোগে বিষয়টি নিয়ে সরব হন। তিনি বলেন, তিনি একজন পঞ্চায়েত প্রধান। আবাস যোজনার নামের তালিকায় তার নাম কিভাবে এলো তা তিনি বুঝতে পারছেন না।
advertisement
advertisement
তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য বিডিও ও মহাকুমা শাসকের কাছে আবেদন জানান তিনি। পাশাপাশি, যোগ্য ব্যক্তি যাতে বাড়ি পায় তার আবেদন রেখেছেন পঞ্চায়েত প্রধান প্রকাশ কুমার মাহাত। তার ধারণা সার্ভে করার সময় কোনো ভাবে গন্ডগোল হয়েছিল তাই এই ঘটনা ঘটেছে। ভারত সরকারের ফ্ল্যাগশিপ আবাসন প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। যার লক্ষ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের জন্য আবাসন প্রদান করা।
advertisement
প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্প এই সকল মানুষদের স্বল্পমূল্যে বাড়ি তৈরি করার লক্ষ্যে চালু করা হয়েছিল। দারিদ্র সীমার আয়তায় আসা ব্যক্তিদেরকে নির্বাচিত করে এই প্রকল্পের জন্য বাড়ি প্রদান করা হয়। সেই প্রকল্পের মধ্যে পঞ্চায়েত প্রধানের নাম নথিভুক্ত হওয়ায় বিতরকের দানা সৃষ্টি হয়েছিল। সমস্ত কিছুকে উড়িয়ে স্বচ্ছতার সাথে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: পঞ্চায়েত প্রধানের নামেই আবাস যোজনা ঘর! কারণ শুনলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement