Malda News: কাজের নিরিখে কত নম্বর পেল যদুপুর দুই নম্বর পঞ্চায়েত, দেখুন জনগণের মতামত

Last Updated:

Malda News: প্রতিটি গ্রামে কম বেশি রাস্তার কাজ হয়েছে। গ্রাম সড়ক যোজনা থেকে বিভিন্ন তহবিলের টাকায় কংক্রিটের রাস্তা তৈরি হয়েছে।

+
পঞ্চায়েত-যুদ্ধ

পঞ্চায়েত-যুদ্ধ

#মালদহ: ইংরেজবাজার শহর সংলগ্ন যদুপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম শহর কেন্দ্রিক। শহরকেন্দ্রিক গ্রামগুলিতে পানীয় জল, রাস্তা, নিকাশি ব্যবস্থা রয়েছে। আবার এই পঞ্চায়েতের অধিকাংশ গ্রাম ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। সীমান্ত ঘেঁষা গ্রাম গুলিতে এখনও তেমন উন্নয়ন হয়নি। তবে প্রতিটি গ্রামে কম বেশি রাস্তার কাজ হয়েছে। গ্রাম সড়ক যোজনা থেকে বিভিন্ন তহবিলের টাকায় কংক্রিটের রাস্তা তৈরি হয়েছে।
এখনও কিছু রাস্তা বেহাল হয়ে রয়েছে। তবে এই পঞ্চায়েতের প্রতিটি গ্রামে এখনও পরিশ্রুত পানীয় জলের ব্যাপক সমস্যা রয়েছে। পরিশ্রুত পানীয় জল পরিষেবা এখনও পৌঁছায়নি প্রতিটি গ্রামে কিছু গ্রামে সাবমার্সাল নলকূপ থাকলেও সেগুলি অকেজো হয়ে পড়েছে ফলে নিত্যদিন চরম পানীয় জল সংস্থায় ভুক্ত হচ্ছে এলাকার বাসিন্দাদের। তাই আগামীতে গ্রামগুলিতে পানীয় জল ব্যবস্থার দাবি তুলছেন বাসিন্দারা।
advertisement
advertisement
যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা বারোটি। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ৩ টি, কংগ্রেস ২ টি ও একটি আসন নির্দল দখল করেছিল। বাকি ৬ টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস। বোড গঠনের সময় নির্দল ও কংগ্রেসের জয়ী প্রার্থীরা তৃণমূলে সঙ্গে জোট করে বোর্ড গঠন করে।
advertisement
বর্তমানে এই পঞ্চায়েতের দখল রয়েছে তৃণমূল কংগ্রেসের। পঞ্চায়েতের আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বর্তমানে তৃণমূলের বোর্ডের কাজে অধিকাংশ মানুষ অসন্তোষ প্রকাশ করছেন। তবে রাস্তার কাজে অধিকাংশ গ্রামের মানুষ খুশি। পানীয় জলের সমস্যার কথা উঠে এসেছে এই পঞ্চায়েত এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: কাজের নিরিখে কত নম্বর পেল যদুপুর দুই নম্বর পঞ্চায়েত, দেখুন জনগণের মতামত
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement