Bengali Literature: তৃতীয় বর্ষ গদ্যপদ্যপ্রবন্ধ কবিতার সপ্তম উৎসব পালন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Bengali Literature: ২১ এপ্রিল ২০২৪, রবিবার পুরুলিয়ার জগন্নাথ কিশোর কলেজের ইংরেজি বিভাগের আয়োজনে ও সপ্তর্ষি প্রকাশনের সহায়তায় তৃতীয় বর্ষ ও গদ্য পদ্য প্রবন্ধ কবিতা উৎসবের সপ্তম উৎসবটি পালিত হয়
পুরুলিয়া: বাংলা সাহিত্যের অগ্রগণ্য কয়েকটি পত্রিকার মধ্যে অন্যতম গভীর নির্জন পথের গদ্য-পদ্য-প্রবন্ধ। ২০২১ সাল থেকে প্রতিবছর মুদ্রিত ও অনলাইনের মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই পত্রিকাটি। সারা বছরই এই সংস্থা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কবিতা উৎসবের আয়োজন করে থাকে। বহু গুণী বাচিক শিল্পীদের সমাগম হয় এই অনুষ্ঠানে। বিগত বছরের মত এই বছরও পুরুলিয়া শহরে গদ্যপদ্যপ্রবন্ধের একটি অনুষ্ঠান আয়োজিত হয়। এক বছর পরে আবারও এই শহরেই অনুষ্ঠিত হলএই পত্রিকার কবিতা উৎসব। আর তাতেই অংশ নিয়েছিলেন জেলার বিশিষ্ট কবিরা।
২১ এপ্রিল ২০২৪, রবিবার পুরুলিয়ার জগন্নাথ কিশোর কলেজের ইংরেজি বিভাগের আয়োজনে ও সপ্তর্ষি প্রকাশনের সহায়তায় তৃতীয় বর্ষ ও গদ্য পদ্য প্রবন্ধ কবিতা উৎসবের সপ্তম উৎসবটি পালিত হয়। এ বিষয়ে গদ্যপদ্যপ্রবন্ধ পত্রিকার সম্পাদক অংশুমান কর বলেন, প্রখর দাবদাহের মধ্যেও এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বহু গুনী শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অনেকেই শুধুমাত্র কবিতা শোনার জন্যই এই অনুষ্ঠানের এসেছিলেন।
advertisement
advertisement
এক কথায় খুবই সফলভাবে সম্পন্ন হয়েছে তাদের এই কবিতার অনুষ্ঠানটি। এই দিনের এই অনুষ্ঠানে যেমন উপস্থিত ছিলেন বহুগুণী কবিরা তেমনই কবিতাপ্রেমী মানুষেরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। একেবারেই অভিনব সাজে সেজে উঠেছিল সমগ্র কলেজ চত্বর।
এই অনুষ্ঠানের মাধ্যমে আগামীদিনে পুরুলিয়ার মত মফস্বল জেলায় সাহিত্য চর্চায় আরও অনেকেই এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অথিথিরা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2024 11:27 PM IST