Lok Sabha Election 2024: ভোটের রাজনৈতিক প্রচার নয়, তবে এই স্কুল পড়ুয়ারা বাড়ি বাড়ি ঘুরছে কেন!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Lok Sabha Election 2024: ভোট মানেই গণতন্ত্রের উৎসব। একটি গণতান্ত্রিক দেশের সবথেকে বড় মৌলিক অধিকার হল ভোট দেওয়ার অধিকার। প্রতিটি ভোটের গুরুত্ব অপরিসীম
উত্তর দিনাজপুর: ভোটদানের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এবারে রাস্তায় নামল ছাত্র-ছাত্রীরা। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটদাতাদের সচেতন করতে দেখা গেল রায়গঞ্জের কৈলাস চন্দ্র রাধারানি বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের।
ভোট মানেই গণতন্ত্রের উৎসব। একটি গণতান্ত্রিক দেশের সবথেকে বড় মৌলিক অধিকার হল ভোট দেওয়ার অধিকার। প্রতিটি ভোটের গুরুত্ব অপরিসীম। তবে এক্ষেত্রে ভোটদাতাদের ভোট দেওয়ার ক্ষেত্রে সচেতনতার অভাব বরাবরই লক্ষ্য করা যায়। প্রায় সময় সাধারণ ভোটারদের মধ্যে ভোট কেন্দ্রে যেতে ভয়-ভীতি লক্ষ্য করা যায়। সেই জড়তা কাটিয়ে সাধারণ মানুষের মধ্যে ভোটদানে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের কৈলাস চন্দ্র রাধারানি বিদ্যাপীঠের এনএসএস ইউনিট।
advertisement
advertisement
স্কুলের প্রায় ২০০ জন ছাত্রছাত্রী নির্বাচন কমিশনের পরিচালনায় ভোটারদের সচেতনতা এবং নতুন ভোটারদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে মিছিল করে। ছাত্রছাত্রীরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে। সকলে যাতে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সেই বিষয়ে বিশেষ সচেতন করা হয়।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2024 10:52 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Lok Sabha Election 2024: ভোটের রাজনৈতিক প্রচার নয়, তবে এই স্কুল পড়ুয়ারা বাড়ি বাড়ি ঘুরছে কেন!