BSF: বিএসএফ জওয়ান বাড়ি ফিরতেই শুরু হল উৎসব! কারণ জানলে চমকে উঠবেন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
BSF: সদ্য অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান শিবশঙ্কর ভট্টাচার্য কাটোয়া-২ ব্লকের গাজিপুর অগ্রদ্বীপের বাসিন্দা। তিনি ত্রিপুরার পানিসাগর এলাকায় বিএসএফের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন
পূর্ব বর্ধমান: বিএসএফ জওয়ান বাড়ি ফিরতেই আনন্দে মেতে উঠলেন সকলে। নাচ-গানের মাধ্যমে সংবর্ধনাও জানানো হয় শিবশঙ্কর ভট্টাচার্যকে। কিন্তু কেন এহেন অনুষ্ঠান? আসলে সুস্থভাবে সম্মানে ৩৯ বছর ১ মাস ২৫ দিন চাকরি করার পর কর্মজীবন থেকে অবসর নিয়ে বাড়ি ফিরেছেন তিনি।
এমন উৎসব প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের স্ত্রী পূর্ণিমা ভট্টাচার্য বলেন, এতদিন চাকরি করার পরে সুস্থভাবে ঘরে ফিরে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক। প্রথমদিকে অসুবিধা হত, তবে যেহেতু দেশের জন্য কাজ করছে তাই আমাদেরও স্যাক্রিফাইস করতে হয়েছে।
সদ্য অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান শিবশঙ্কর ভট্টাচার্য কাটোয়া-২ ব্লকের গাজিপুর অগ্রদ্বীপের বাসিন্দা। তিনি ত্রিপুরার পানিসাগর এলাকায় বিএসএফের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিন তিনি মাথা উঁচু করে সম্মানের সঙ্গে কর্তব্য পালন করেছেন। বাড়ি ফিরে আসতেই অভিনব অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় শিবশঙ্করবাবুকে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে শিবশঙ্কর ভট্টাচার্য বলেন, বিএসএফ আমাকে অনেক কিছু দিয়েছে। একসময় অভাবের সংসার ছিল, কিন্তু এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছি। আমার মায়ের সাপোর্টে আমার এই চাকরি হয়েছিল। মা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন। আমি বাড়ি ফিরে আসায় পরিবারে তরফে যে আয়োজন করা হয়েছে এতে অনেক খুশি হয়েছি।
advertisement
অবসরপ্রাপ্ত জওয়ানের বাড়ি ফিরে আসাকে কেন্দ্র করে যে উৎসবের আয়োজন করা হয়েছিল তা সত্যিই প্রশংসনীয়। সচরাচর এই ধরনের উদ্যোগ দেখা যায়না। এদিনের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন পরিবারের লোকজন সহ এলাকার বহু মানুষ। দেশ রক্ষার কাজে নিযুক্ত থেকে অবশেষে সুস্থভাবে বাড়ি ফিরে আসায় খুশি এবং গর্বিত হয়েছেন সকলেই।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2024 9:33 PM IST