East Medinipur News: শুধুই পরিদর্শন, নাকি স্বপ্ন পূরণ? রেল প্রকল্প নিয়ে কী বলছে নন্দীগ্রাম

Last Updated:

কথা থাকলেও সময় মত চালু হয়নি ট্রেন। রেল প্রকল্প নিয়ে দীর্ঘসূত্রীতার ফলে হতাশ নন্দীগ্রামের মানুষ

+
title=

নন্দীগ্রাম: জমি আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রাম রেললাইন নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল ২০০৯ সালে। তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত নতুন রেললাইন প্রকল্প ঘোষণা করেছিলেন। তাঁর ঘোষণা মতো প্রকল্পের প্রাথমিক পর্যায়ে কাজ শুরুও হয়েছিল। লাইন পাতার জন্য জমি অধিগ্রহণের পাশাপাশি গড়ে ওঠে নন্দীগ্রাম রেল স্টেশন। কিন্তু তারপর হঠাৎই এই প্রকল্পের কাজ থমকে যায়। এরপর এক দশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে, আজও নন্দীগ্রামবাসীর ট্রেন লাইনের স্বপ্ন অধরা। তবে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর উদ্যোগে আবার সেই রেল প্রকল্প ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে এখানকার মানুষ। বিজেপির দাবি, শুভেন্দু অধিকারী তাঁর প্রভাব কাজে লাগিয়ে রেল ভবনে যোগাযোগ করে এই প্রকল্প শেষ করার বিষয়টি নিয়ে অনেকটাই এগিয়েছেন। এরই প্রমাণ হিসেবে রেল কর্তাদের সাম্প্রতিক নন্দীগ্রাম সফরকে তুলে ধরছে গেরুয়া শিবির।
রেল ভবন সূত্রের খবর, আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই নন্দীগ্রাম রেল প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। ২০০৯ সাল থেকে আটকে থাকা স্বপ্নকে নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছেন রেল। অগস্ট মাসেই পুনরায় শুরু হচ্ছে নন্দীগ্রাম-দেশপ্রাণ রেললাইন প্রকল্পের কাজ। তমলুক-দিঘা লাইনের দেশপ্রাণ স্টেশন থেকে নন্দীগ্রাম পর্যন্ত ২৫ কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য ইতিমধ্যেই এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে, এমনটাই জানালেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র।
advertisement
advertisement
নন্দীগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই রেল প্রকল্প। যার কাজ শুরু হতে চলেছে খুব দ্রুতই। তা সত্ত্বেও রেল প্রকল্প নিয়ে বিশেষ আশার আলো দেখছে না স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ঘুরে গেলেও এই প্রকল্পের জমিদাতারা কিছুটা যেন হতাশ। তাদের বক্তব্য, গোটাটাই দেখদারি। বিশেষ করে জমিদাতাদের পরিবার পিছু চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ না হওয়ায় হতাশা আরও বেড়েছে। কবে পরিবারের একজন চাকরি পাবে, কবে এই প্রকল্পের কাজ শেষ হবে তা নিয়ে কিছুটা দিশেহারা স্থানীয়রা।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: শুধুই পরিদর্শন, নাকি স্বপ্ন পূরণ? রেল প্রকল্প নিয়ে কী বলছে নন্দীগ্রাম
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement