Purulia News: ডেঙ্গি সংক্রমণ ঠেকাতে তৎপর জেলা প্রশাসন

Last Updated:

ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলতেই পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়ে উঠল পুরুলিয়া জেলা স্বাস্থ্য বিভাগ

+
title=

পুরুলিয়া: রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলা এবার পুরুলিয়াতেও মিলল ডেঙ্গি রোগী। তবে পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সব রকম ভাবে প্রস্তুত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যেই পাঁচজন ডেঙ্গি আক্রান্তের সন্ধান ‌পাওয়া গিয়েছে পুরুলিয়াতে। তবে সেই সংখ্যা যাতে আর না বাড়ে তার জন্যই তৎপর প্রশাসন।
জেলায় ডেঙ্গি আক্রান্তের হদিশ এবং তা রুখতে তৎপরতা প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুণাল কান্তি দে বলেন, যে পাঁচজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তারা সবাই বর্তমানে সুস্থ আছেন। পুরুলিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ একটু কমেছে তাই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম বলে দাবি করেন তিনি। তবে বৃষ্টিপাত বাড়লে এই সংখ্যাটা আর বাড়তে পারে বলে আশঙ্কার কথা শোনান। পরিস্থিতি মোকাবিলায় বাড়িতে বাড়িতে মশা মারার লিকুইড স্প্রে করা হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গা জঞ্জাল মুক্ত করারও কাজ শুরু হয়েছে। আগামীদিনে যাতে আর কেউ ডেঙ্গিতে আক্রান্ত না হয় তার জন্য পুরুলিয়ার তিনটি পুরসভা সহ জেলার প্রতিটি ব্লকে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গি রোধে সচেতনতা বৃদ্ধি করার কাজও চলছে। যে সব জায়গায় জল জমছে বা জমতে পারে বলে মনে করা হচ্ছে সেই সমস্ত জায়গাকে সাধারণ মানুষদের পরিষ্কার রাখতে বলা হচ্ছে।
advertisement
advertisement
পুরুলিয়া জেলাজুড়ে ডেঙ্গির সংক্রমণ রুখতে নানান উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ‌জেলা স্বাস্থ্য বিভাগ ও পুরুলিয়া পুরসভা যৌথভাবে ডেঙ্গি দমনে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে। ডেঙ্গি সংক্রমণ রুখতে এই উদ্যোগ আগামী দিনে কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়।
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: ডেঙ্গি সংক্রমণ ঠেকাতে তৎপর জেলা প্রশাসন
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement