Viral Video: বিয়েবাড়িতে তোলপাড়, মাথায় উঠল বিয়ে! বরকনের সুপার নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Viral Video: জোরদার গতিতে নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়
যতই দিন যাচ্ছে বিয়েবাড়ির চিত্র বেশ বদলে গিয়েছে, বদলেছে আঙ্গিক, আগের মত আর বরকনে বিয়ের দিনে আড়ষ্ট থাকেন না ৷ বরকনে অনেক বেশি আনন্দ করেন। বিয়ের নানান ধরনের রীতিনীতি হোক বা নাচগান সর্বক্ষেত্রেই পরিবর্তনের চিত্রটি চোখের সামনে এসেছে।
বরকনের ঘরের লোকেরা বরকনেকে বিয়েতে নাচার জন্য নানান ভাবে উৎসাহী করেন, সে বিয়ের আগে হোক বা বিয়ের পরে । কিছু বরকনে লজ্জা পায় আবার কিছু বরকনে বিষয়টিতে ভীষন আনন্দ পায়। এখন এই ধরনেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবে ভাইরাল হচ্ছে। ভিডিওতে বরকনে নাচার জন্য স্টেজে উঠেছেন।
advertisement
advertisement
যেখানে কনে লজ্জা পাচ্ছেন আর বর নাচাতে ব্যস্ত। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে বর নিজের আনন্দে নেচে যাচ্ছে। অন্যদিকে কনে নাচার চেষ্টা করছেন একটু স্বলজ্জ ভাবেই। একটু পরেই কনে বরের কানে কিছু বলেন আর তারপর ডিজেওয়ালা ভোজপুরী গান চালানো হয়।
advertisement
আরও পড়ুন: Viral: পায়ে নয়, এই স্কেটবোর্ড রাখতে হবে মুখে, ভাইরাল ভিডিও দেখে হতবাক নেট দুনিয়া
তারপর পরেই বিষয়টি এমন হয় যে কনের নাচ দেখে বরের সঙ্গে সঙ্গে সবাই অবাক হয়ে যান। কনের নাচের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দুর্বার গতিতে ভাইরাল হচ্ছে। লাফিয়ে লাফিয়ে ভিউ বাড়ছে ৷
Location :
First Published :
July 29, 2022 10:42 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়েবাড়িতে তোলপাড়, মাথায় উঠল বিয়ে! বরকনের সুপার নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়