Viral Video : এ গাছ থেকে ও গাছ, লাফিয়ে বাঁদরের টুঁটি ছিঁড়ল চিতাবাঘ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video : যথেষ্ট উচ্চতা থেকে পড়লেও তার কোনও ক্ষতি হয়নি। বরং শিকারের আনন্দে সে মাটিতে বসে পড়ে, যেন কিছুই হয়নি

শিকারের ভিডিও-টি পান্না জাতীয় ব্যাঘ্র উদ্যান (Panna Tiger Reserve)-এর পক্ষ থেকেই ট্যুইটারে পোস্ট করা হয়েছে
শিকারের ভিডিও-টি পান্না জাতীয় ব্যাঘ্র উদ্যান (Panna Tiger Reserve)-এর পক্ষ থেকেই ট্যুইটারে পোস্ট করা হয়েছে
বন্য প্রাণীদের (Wild Animals) শিকার করার দৃশ্য দেখতে পাওয়া এক রোমহর্ষক বিষয়। সেই রকমই একটি বিরল দৃশ্য ধরা পড়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পান্না টাইগার রিজার্ভে। ভাইরাল হওয়া এক ভিডিও-য় দেখা যাচ্ছে একটি চিতাবাঘ (Leopard) একটি বাঁদরশাবক (Baby Monkey) শিকার করছে। শিকারের ভিডিও-টি পান্না জাতীয় ব্যাঘ্র উদ্যান (Panna Tiger Reserve)-এর পক্ষ থেকেই ট্যুইটারে পোস্ট করা হয়েছে। আর তার পরই ভিডিও-টি ভাইরাল (Viral Video) হয়ে গিয়েছে।
ভিডিও ফুটেজে একটি চিতাবাঘটিকে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বাঁদরটিকে ধরতে দেখা যাচ্ছে । আসলে পাশের একটি গাছে চড়ে বসেছিল বাঁদরের শাবকটি এবং সেটিকেই শিকার হিসেবে নিজের নাগালে পেতে তৎপর হয়ে ওঠে চিতাবাঘটি । বাঁদর শাবকটিকে নিজের নাগালে পাওয়ার জন্য মরিয়া হয়ে সে অন্য গাছে লাফ দেয় । সে শিকারে সফল হয়। যদিও তার পর আর টাল সামলাতে পারেনি । কয়েক ফুট উঁচু গাছের ডাল থেকে একেবারে নীচে পড়ে যায় চিতাবাঘটি । অবশ্য যথেষ্ট উচ্চতা থেকে পড়লেও তার কোনও ক্ষতি হয়নি। বরং শিকারের আনন্দে সে মাটিতে বসে পড়ে, যেন কিছুই হয়নি।
advertisement
আরও পড়ুন :  ৫০ পেরিয়েও ৩০-এর যুবকের মতো তারুণ্য আর ফিটনেস? পুরুষদের পাতে রাখতেই হবে এই সব খাবার!
২৮ জুন ভিডিওটি শেয়ার করা হয় । সেই থেকে ভিডিওটি ৫ হাজারের বেশি বার দেখা হয়েছে । ১৯৮ জন লাইক করেছেন । অনেক নেটিজেন এই ফুটেজ দেখে একইসঙ্গে কৌতূহলী এবং আতঙ্কিত । একজন লিখেছেন, ‘প্রকৃতির পাশবিক শক্তি।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সত্যিই একটি বিরল দৃশ্য।’
advertisement
advertisement
advertisement
পান্না রিজার্ভ বাঘ (Tiger), স্লথ বেয়ার (Sloth Bears), নেকড়ে (Indian Wolve), প্যাঙ্গোলিন (Pangolin), চিতাবাঘ (Leopard), ঘড়িয়াল (Gharial) এবং শিয়াল (Indian fox)-সহ অসংখ্য প্রাণীর অভয়-বাস । তা ছাড়াও এখানে থাকে প্রায় ২০০টি বিভিন্ন প্রজাতির পাখি (Bird)। তার মধ্যে রয়েছে ভারতীয় শকুন, লাল মাথার শকুন, ব্লসম-হেডেড প্যারাকিট, ক্রেস্টেড হানি বুজার্ড এবং বার-হেডেড গিজ।
advertisement
আরও পড়ুন :  রথযাত্রায় খুঁটিপুজোয় শারদোৎসবের ঢাকে কাঠি, জানা গেল কলকাতার বেশ কিছু পুজোর থিম
এই বছরের মে মাসে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল । ছবি তোলার সময় একজন লোককে চিতাবাঘের হামলার মুখোমুখি হতে দেখা গিয়েছিল সেই ভিডিও-তে । ঘটনাটি ঘটেছিল অসমের ডিব্রুগড়ের খারজান চা বাগানের কাছে । চিতাবাঘের আক্রমণে লোকটির পায়ে আঘাত লাগে ।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : এ গাছ থেকে ও গাছ, লাফিয়ে বাঁদরের টুঁটি ছিঁড়ল চিতাবাঘ! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement