Viral News: ১০০ ছেলেকে ডেট করেও সিঙ্গলই রয়েছেন এই সুন্দরী মডেল, পাওয়া যায়নি মনের মানুষ!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Woman Dated 100 Men Remains Single: ব্যানবেরির বয়স প্রায় ৩২ ছুঁইছুঁই, তিনি যখন নিজের সমস্ত ডেটের গল্প বলেছেন তখন তিনি তাঁর কেরিয়ারের বেশ ভাল পর্যায়ে ছিলেন এবং সত্যিকারের সঙ্গীর সন্ধান করছিলেন। তিনি ২০২০ সালে মিস গ্রেট ব্রিটেনের খেতাব জিতেছিলেন।
#লন্ডন: প্রতিটি মেয়ে তার জীবনে সফলতা এবং তারপরই একজন ভাল সঙ্গী খোঁজে যে আজীবন তার যত্ন নিতে পারবে, তার জীবনসঙ্গী হয়ে উঠতে পারবে এবং অবশ্যই তাকে সম্মান করবে। ব্রিটিশ মডেল এপ্রিল ব্যানবেরি, যিনি আবার একজন বিউটি ক্যুইনও বটে, তিনিও তাই চান (Viral News)। কিন্তু দুঃখের বিষয় তাঁর ভাগ্য তাঁকে সমর্থন করছে না। মিস গ্রেট ব্রিটেনের তাজ যাঁর দখলে, সেই ব্যানবেরি দাবি করেছেন যে তিনি এখনও পর্যন্ত বেশ কয়েকশো ছেলের সঙ্গে ডেটে গিয়েছেন, কিন্তু তিনি মনের মতো এক জনও বয়ফ্রেন্ড খুঁজে পাননি (Woman Dated 100 Men Remains Single)।
গ্ল্যামার দুনিয়ায় প্রবেশের পর, ব্যানবেরি অনেক বছর ধরেই মডেলিং করছেন এবং বর্তমানে তিনি ওয়েডিং ড্রেস ডিজাইনার হিসাবে কাজ করছেন। তাঁর পেশায়, প্রায় প্রতিদিনই তাঁকে প্রচুর হবু কনে এবং তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে হয়। সৌজন্যবশত তাঁরা যখন ব্যানবেরিকে তাঁর বিয়ের কথা জিজ্ঞেস করেন তখন তিনি নিজেই চিন্তায় পড়ে যাযন কারণ ১০০ বার ডেটে গিয়েও তিনি মনের মতো সঙ্গী খুঁজে পাননি।
advertisement
advertisement
ডেটিং অ্যাপও কাজ করেনি
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যানবেরি ডেটিং অ্যাপের মাধ্যমেও ভালো বয়ফ্রেন্ড খোঁজার চেষ্টা করেছিলেন। এমন নয় যে সেখানে ছেলে পাওয়া যায়নি। তিনি প্রায় ১০০ জনের সঙ্গে ডেট করেছিলেন, কিন্তু তাদের মধ্যে কেউই তাঁকে সত্যিকারের ভালবাসার সন্ধান দিতে পারেননি। ব্যানবেরি বলেছেন যে, যদিও গত বছর থেকে তিনি সত্যিকারের ভালবাসার সন্ধান করছেন কিন্তু তার পরেও তিনি কোনও ছেলেকেই দ্বিতীয়বার সুযোগ দেন না। ডেটিংয়ের গল্প বলার সময়, ব্যানবেরি বলেছেন যে তিনি একজনকে প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি বার বার তাঁর নাকে হাত দিচ্ছিলেন। আরেক জনকে প্রত্যাখানের কারণ তিনি খাবারের বিল পরিশোধ করেননি।
advertisement
সবই আছে কিন্তু সত্যিকারের ভালোবাসা নেই
ব্যানবেরির বয়স প্রায় ৩২ ছুঁইছুঁই, তিনি যখন নিজের সমস্ত ডেটের গল্প বলেছেন তখন তিনি তাঁর কেরিয়ারের বেশ ভাল পর্যায়ে ছিলেন এবং সত্যিকারের সঙ্গীর সন্ধান করছিলেন। তিনি ২০২০ সালে মিস গ্রেট ব্রিটেনের খেতাব জিতেছিলেন। সম্পর্কের বিষয়ে ব্যানবেরি তাড়াহুড়ো করতে চান না, তবে আজ পর্যন্ত কোনও ডেটের সঙ্গেই চতুর্থবারের বেশি দেখা করতে পারেননি। তিনি আরও বলেন, যে ছেলেরা অনেক মেয়েকে একসঙ্গে ডেট করতে অভ্যস্ত তাঁদেরও তিনি পছন্দ করেন না। বর্তমানে, ব্যানবেরি, যিনি তাঁর ড্রেস ডিজাইনিং ব্যবসায় বেশ ভাল সাফল্য পেয়েছেন, এখনও সত্যিকারের ভালবাসার সন্ধান করছেন!
Location :
First Published :
February 25, 2022 2:28 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ১০০ ছেলেকে ডেট করেও সিঙ্গলই রয়েছেন এই সুন্দরী মডেল, পাওয়া যায়নি মনের মানুষ!