Viral News: ২০ বছর মাথায় আটকে থাকা বুলেট নিয়ে বেঁচে রয়েছেন এই ব্যক্তি! পরীক্ষা করাতেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Man lived with bullet stuck in skull: ০.৫ সেন্টিমিটার ব্যাস ও ১ সেন্টিমিটার লম্বা বুলেট মাথায় নিয়ে ২০ বছর ধরে বেঁচে থাকা ওই ব্যক্তির চিকিৎসা করার অভিজ্ঞতা ডাক্তারদের কাছে অভিনব অভিজ্ঞতা বলেই মনে হয়েছে।
বছরের পর বছর ধরে মাথাব্যথার যন্ত্রণায় ভোগেন এমন অনেকেই আমাদের পরিচিত মানুষ রয়েছেন। কারও কারও ক্ষেত্রে এই ব্যথার কারণ মাইগ্রেন, আবার কেউ কেউ টিউমারের মতো রোগেরও শিকার হন। মাথার খুলিতে বুলেট আটকে থাকার কারণে কারও মাথাব্যথা হতে পারে এমন কথা এর আগে শোনা যায়নি। এমনই এক ঘটনা ঘটেছে চিনে বসবাসকারী এক ব্যক্তির সঙ্গে। ওই ব্যক্তি নিজেও জানতেন না যে তাঁর মাথাব্যথার কারণ আসলে কোনও রোগ নয়, বন্দুকের গুলি (Man lived with bullet stuck in skull)।
শুনতে অদ্ভুত লাগলেও এই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন চিনের ওই ব্যক্তি। বছরের পর বছর ধরে তিনি মাথাব্যথায় ভুগছিলেন। তবে মাঝে মাঝে ওষুধ খেলে ব্যথা সেরে যেত বলে ততটা মাথা ঘামাননি তিনি। আসল কারণ সামনে আসতেই হতবাক সকলে। দুই দশক ধরে ওই ব্যক্তির মাথার খুলিতে একটি ছোট্ট বুলেট আটকে ছিল, যা তাঁর মাথা ব্যথার আসল কারণ।
advertisement
advertisement
চিনের শেনজেন প্রদেশের ২৮ বছর বয়সী এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অসহ্য মাথাব্যথায় ভুগছিলেন। ধীরে ধীরে খুব কম সময়ের ব্যবধানে তার ব্যথা আরও বাড়তে থাকে, প্রথম প্রথম ডাক্তাররা পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে এমনটা ঘটছে বলে অনুমান করেন। কিন্তু সঠিক সময় মেনে ঘুমানোর পরও যখন ওই ব্যক্তি সুস্থ হননি তখন চিকিৎসকরা তাঁর মাথার পরীক্ষা করেন। তারপর রিপোর্ট হাতে পেতেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। শেনজেন ইউনিভার্সিটি জেনারেল হাসপাতালের এমআরআই রিপোর্টে জানা গিয়েছে যে ওই ব্যক্তির মাথার খুলির বাম পাশে একটি ধাতব বুলেট আটকে রয়েছে।
advertisement
খোদ চিকিৎসকরা রোগীর কাছে এ বিষয়ে জানতে চাইলে ওই ব্যক্তি জানান, তিনি নিজেও বুঝতে পারেননি কীভাবে বুলেটটি তার মাথার খুলিতে আটকে গেল! অবশেষে ওই ব্যক্তির কথায় প্রকাশ্যে আসে একটি ঘটনা, ব্যক্তি জানিয়েছেন তাঁর বয়স যখন ৮ বছর, তখন তাঁর ভাই খেলাচ্ছলে একটি এয়ারগান নিয়ে তাঁর মাথায় রেখে গুলি করে। বাবা-মায়ের কাছে বকুনি খেতে হবে বলে সে সময় চুল দিয়ে তিনি নিজের ক্ষতস্থানটি ঢেকে রাখেন। ক্ষতস্থান খুব গভীর না থাকায় পরবর্তীতে তিনি নিজেই ঘটনাটি ভুলে গিয়েছিলেন। তবে বুলেট মাথার খুলি অতিক্রম করতে না পারলেও এই ঘটনা থেকে ওই লোকটি যে বেঁচে গিয়েছিলেন, এমন ঘটনাকে অলৌকিক বলেই দাবি করেছেন চিকিৎসকরা। ০.৫ সেন্টিমিটার ব্যাস ও ১ সেন্টিমিটার লম্বা বুলেট মাথায় নিয়ে ২০ বছর ধরে বেঁচে থাকা ওই ব্যক্তির চিকিৎসা করার অভিজ্ঞতা ডাক্তারদের কাছে অভিনব অভিজ্ঞতা বলেই মনে হয়েছে।
Location :
First Published :
February 24, 2022 5:08 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ২০ বছর মাথায় আটকে থাকা বুলেট নিয়ে বেঁচে রয়েছেন এই ব্যক্তি! পরীক্ষা করাতেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের!