Viral News: দিল্লি মেট্রোয় ‘ঘনিষ্ঠ’ যুগল! ‘জনসমক্ষে ঘনিষ্ঠতার’ সমর্থনে সোচ্চার নেটবাসীরা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Viral News:দিল্লি মেট্রো প্রত্যেকদিন কোনও না কোনও কারণে শিরোনামে থাকে। সাম্প্রতিক সময়ে, দিল্লি মেট্রোর অভ্যন্তরে এরকম আরেকটি ছবি অনলাইনে উঠে এসেছে। দম্পতি একে অপরকে আলিঙ্গন করে বসে আছেন।
নয়া দিল্লিঃ দিল্লি মেট্রো প্রত্যেকদিন কোনও না কোনও কারণে শিরোনামে থাকে। সাম্প্রতিক সময়ে, দিল্লি মেট্রোর অভ্যন্তরে এরকম আরেকটি ছবি অনলাইনে উঠে এসেছে। দম্পতি একে অপরকে আলিঙ্গন করে বসে আছেন। ছবির ক্যাপশন অনুসারে, ঘটনাটি ঘটেছিল ১৭ জুন। দিল্লি হলুদ লাইনে মেট্রো হুডা সিটি সেন্টারের দিকে যাচ্ছিল তখনই ঘটনাটি ঘটে। যদিও বেশিরভাগ সময়, এইরকম ছবি এবং ভিডিওগুলি উত্তেজনা সৃষ্টি করা। কিন্তু দিল্লি মেট্রোতে যুগলের ‘ঘনিষ্ঠ’ ছবি আর শহরবাসীকে শিউরে তুলল না।
Scenes at #DelhiMetro #yellowline adjacent to T2C14 towards HUDA City center @OfficialDMRC @DCP_DelhiMetro @DelhiPolice @ArvindKejriwal pic.twitter.com/A2N9LuVQDE
— Bhagat S Chingsubam (@Kokchao) June 17, 2023
advertisement
advertisement
ছবিতে দুজনের মুখ দেখা যাচ্ছে না কিন্তু দেখে অনুমান করা যাচ্ছে, দম্পতি হয়তো চুম্বন করছেন। ট্যুইটার ব্যবহারকারী একজন ব্যক্তি বলেছেন, ‘লোকেরা একজন পুরুষকে ছুরিকাঘাতে একজন মহিলাকে হত্যার করলে পাশ কাটিয়ে চলে যাবে, কিন্তু যখন কোনও যুগল ভালবেসে ঘনিষ্ঠ হয় তখনই সবার নজরে পড়ে।’ অপর একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘জনসাধারণের মধ্যে ভালবাসার প্রকাশকে স্বাভাবিক করা উচিত।’
advertisement
ট্যুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন যুগলের এক সহযাত্রী। বিভিন্ন ক্ষেত্রের লোকজন এই ‘ঘনিষ্ঠ’ হওয়াকে সমর্থন করেছেন। একজন লিখেছেন ‘আরও চুম্বন করুন এবং মন খুলে চুম্বন দাও। সবাইকে ঈর্ষান্বিত করুন। ভালবাসার জন্য চিয়ার্স।’ দিল্লি মেট্রোর পক্ষ থেকে ছবিটিতে উত্তর দেওয়া হয়েছে। ট্যুইটারে তাঁরা লিখেছেন ‘কোন অসুবিধার জন্য আমরা দুঃখিত। কিন্তু হুডা সিটি সেন্টারে চেক করে দেখা হয়েছে। এবং এ ধরনের কোনও যাত্রীকে খুঁজে পাওয়া যায়নি।’
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 2:52 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: দিল্লি মেট্রোয় ‘ঘনিষ্ঠ’ যুগল! ‘জনসমক্ষে ঘনিষ্ঠতার’ সমর্থনে সোচ্চার নেটবাসীরা