Viral News: গরমের দুপুরে কে কত আগে শেষ করতে পারে এক প্লেট আম? ব‍্যাস জিতলেই কেল্লাফতে

Last Updated:

Viral News: আম নিয়ে এক মজার খেলায় মজলেন বিহারের মানুষ। সম্প্রতি ট‍্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিহারে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

গরমের দুপুরে কে কত আগে শেষ করতে পারে এক প্লেট আম? ব‍্যাস জিতলেই কেল্লাফতে
গরমের দুপুরে কে কত আগে শেষ করতে পারে এক প্লেট আম? ব‍্যাস জিতলেই কেল্লাফতে
পটনাঃ গরমে বাঙালির প্রিয় জিনিস হল আম। একটু গরম পড়তেই বাজারে বাজারে বিভিন্ন আম নিয়ে দরদামে লেগে পড়েন খাদ্যরসিকরা। সারা দেশে আমের বিভিন্ন জাত এবং বৈচিত্র্য রয়েছে। এবার সেই আম নিয়ে এক মজার খেলায় মজলেন বিহারের মানুষ। সম্প্রতি ট‍্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিহারে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতাটি বিহারের পটনায় রাজ্য-স্তরের আম উৎসবের একটি অংশ ছিল। জ্ঞান ভবনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আম উৎসব ও প্রতিযোগিতায় বিভিন্ন জাতের আম প্রদর্শন করা হয়। পাটনার কৃষি বিভাগ এই প্রতিযোগিতা এবং ইভেন্টের আয়োজন করেছিল যা ১৮ জুন পর্যন্ত তিন দিন ধরে চলেছিল।
advertisement
advertisement
আম খাওয়ার প্রতিযোগিতা বিহারের পশ্চিম চম্পারণের বেত্তিয়া এলাকায় অনুষ্ঠিত হয়েছিল। ‘আম খাও ইনাম পাও’ ছিল প্রতিযোগিতার ট্যাগলাইন। শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে একাধিক প্রতিযোগী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত আম খাওয়ার চেষ্টা করছেন। পুরস্কার জেতার জন্য তাঁদের কাছে রাখা এক প্লেট আম শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। উৎসবে বেশ কিছু বিদেশি আমের জাতও প্রদর্শন করা হয়।
advertisement
advertisement
দেশের একমাত্র আম উৎসব নয় এটি যা ভাইরাল হয়েছে। সম্প্রতি, শিলিগুড়িতে আয়োজিত একটি উৎসবে কিছু আকর্ষণীয় জাতের আম প্রদর্শন করা হয়েছিল। সেখানে সবচেয়ে দামি আমের জাতের মিয়াজাকি আমও প্রদর্শন করা হয়েছিল। যার দাম প্রতি কেজি ২.৭৫ লাখ।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: গরমের দুপুরে কে কত আগে শেষ করতে পারে এক প্লেট আম? ব‍্যাস জিতলেই কেল্লাফতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement