Viral News: গরমের দুপুরে কে কত আগে শেষ করতে পারে এক প্লেট আম? ব্যাস জিতলেই কেল্লাফতে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Viral News: আম নিয়ে এক মজার খেলায় মজলেন বিহারের মানুষ। সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিহারে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
পটনাঃ গরমে বাঙালির প্রিয় জিনিস হল আম। একটু গরম পড়তেই বাজারে বাজারে বিভিন্ন আম নিয়ে দরদামে লেগে পড়েন খাদ্যরসিকরা। সারা দেশে আমের বিভিন্ন জাত এবং বৈচিত্র্য রয়েছে। এবার সেই আম নিয়ে এক মজার খেলায় মজলেন বিহারের মানুষ। সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিহারে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতাটি বিহারের পটনায় রাজ্য-স্তরের আম উৎসবের একটি অংশ ছিল। জ্ঞান ভবনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আম উৎসব ও প্রতিযোগিতায় বিভিন্ন জাতের আম প্রদর্শন করা হয়। পাটনার কৃষি বিভাগ এই প্রতিযোগিতা এবং ইভেন্টের আয়োজন করেছিল যা ১৮ জুন পর্যন্ত তিন দিন ধরে চলেছিল।
advertisement
#पश्चिम_चम्पारण के #बेतिया में #आम_खाओ_इनाम_पाओ प्रतियोगिता का आयोजन किया गया। इसमें भाग लेकर आनंद उठाया। pic.twitter.com/4YgUmvAgU3
— आकाशवाणी समाचार, पटना (@airnews_patna) June 16, 2023
advertisement
আম খাওয়ার প্রতিযোগিতা বিহারের পশ্চিম চম্পারণের বেত্তিয়া এলাকায় অনুষ্ঠিত হয়েছিল। ‘আম খাও ইনাম পাও’ ছিল প্রতিযোগিতার ট্যাগলাইন। শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে একাধিক প্রতিযোগী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত আম খাওয়ার চেষ্টা করছেন। পুরস্কার জেতার জন্য তাঁদের কাছে রাখা এক প্লেট আম শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। উৎসবে বেশ কিছু বিদেশি আমের জাতও প্রদর্শন করা হয়।
advertisement
#बिहार में #पटना में तीन दिवसीय राज्य स्तरीय आम महोत्सव का आयोजन । राज्य के विभिन्न हिस्सों से किसान और खाद्य प्रसंस्करण उद्योग के प्रतिनिधि ले रहे हैं भाग । 18 जून तक चलेगा महोत्सव । pic.twitter.com/MWrSOFtWx9
— आकाशवाणी समाचार, पटना (@airnews_patna) June 17, 2023
advertisement
দেশের একমাত্র আম উৎসব নয় এটি যা ভাইরাল হয়েছে। সম্প্রতি, শিলিগুড়িতে আয়োজিত একটি উৎসবে কিছু আকর্ষণীয় জাতের আম প্রদর্শন করা হয়েছিল। সেখানে সবচেয়ে দামি আমের জাতের মিয়াজাকি আমও প্রদর্শন করা হয়েছিল। যার দাম প্রতি কেজি ২.৭৫ লাখ।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 5:23 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: গরমের দুপুরে কে কত আগে শেষ করতে পারে এক প্লেট আম? ব্যাস জিতলেই কেল্লাফতে