Viral News: লাইন পার হচ্ছিলেন বৃদ্ধ; হুড়মুড়িয়ে চলতে শুরু করল মালগাড়ি! আর তারপর যা হল...

Last Updated:

Viral News: রেললাইনে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। সেই মালগাড়ির নিচ দিয়েই লাইন পারাপার চলছিল। এক বৃদ্ধ নিচু হয়ে এমন বিপজ্জনক ভাবেই লাইন পেরিয়ে ওপারে যাচ্ছিলেন।

রেললাইনে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। সেই মালগাড়ির নিচ দিয়েই লাইন পারাপার চলছিল। এক বৃদ্ধ নিচু হয়ে এমন বিপজ্জনক ভাবেই লাইন পেরিয়ে ওপারে যাচ্ছিলেন। তাঁর পরনে সাদা খাটো ধুতি আর সাদা ফতুয়া। তার উপর দিয়েই আচমকাই হুড়মুড়িয়ে ছুটতে শুরু করে মালগাড়ি। এভাবে কারওরই বাঁচা সম্ভব নয়, একপ্রকার ধরেই নিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা! কিন্তু মালগাড়ি বেরিয়ে যেতে দেখা যায়, দিব্যি উঠে হেঁটে চলে গেলেন বৃদ্ধ! একটা আঁচড় পর্যন্ত তাঁর গায়ে লাগেনি!
না, কোনও ফিল্মি ঘটনা নয়! এই ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলার পাহাড়পুর স্টেশনে। ঘটনার পরে প্রত্যক্ষদর্শীদের মুখে একটাই কথা ফিরছে, ‘রাখে হরি তো মারে কে’! ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
ঠিক কী ঘটেছিল সে দিন? সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টার নাগাদ গয়া-কোডার্মা রেললাইনের পাহাড়পুর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটেছে। ওই স্টেশনের ডাউন লাইনের প্ল্যাটফর্মে একটি পণ্যবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল। সেই সময় ৭০ বছর বয়সী বালো যাদব মালগাড়ির তলা দিয়ে রেললাইন পারাপার করছিলেন। কিন্তু রেললাইন পার হতে যেতেই বাঁধে বিপত্তি। আচমকাই দুলে উঠল মালগাড়িটি। হুড়মুড়িয়ে চলতে শুরু করে সেটি। আশপাশের ওঠে গেল গেল রব! দেখা যায়, মালগাড়ির তলায় পড়ে রয়েছেন বৃদ্ধ। সবাই ভেবেছিলেন মৃত্যু হয়েছে তাঁর! এমনকী ওই বৃদ্ধের জন্য প্রার্থনা শুরু করেন আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন।
advertisement
কিন্তু দেখা যায়, মালগাড়িটি চলে যেতেই গা-হাত-পা ঝাড়া দিয়ে দিব্যি উঠে দাঁড়ালেন বৃদ্ধ। আর গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন নিজের গন্তব্যে। এই গোটা ঘটনার ভিডিও নিজের মোবাইলে রেকর্ড করেছেন এক প্রত্যক্ষদর্শী। যেটা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন যে, পুনর্জন্ম হয়েছে ওই বৃদ্ধের। বেশ কিছু নেটিজেন আবার বৃদ্ধের বুদ্ধির তারিফ করতে পিছ-পা করেননি।
advertisement
তবে ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট যে, বিপজ্জনক ভাবে ঝুঁকি নিয়ে শর্টকাটে রাস্তা পারাপার হওয়ার খেসারত আর একটু হলেই দিতে হত বৃদ্ধ বালো যাদবকে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মালগাড়ি চলতে শুরু করছে, সেই ঘোষণা আসা সত্ত্বেও থামেননি ওই বৃদ্ধ। তাই তাঁদের বক্তব্য, এভাবে জীবনের ঝুঁকি না নেওয়াই উচিত।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: লাইন পার হচ্ছিলেন বৃদ্ধ; হুড়মুড়িয়ে চলতে শুরু করল মালগাড়ি! আর তারপর যা হল...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement