Viral Optical Illusion: তাকের মধ্যে লুকিয়ে একটি বিড়াল, কিন্তু খুঁজে পাচ্ছেন না ৯০% মানুষই! আপনি কি পেলেন?

Last Updated:

Find a Cat in Optical Illusion: ওই যন্ত্রগুলির মধ্যেই চুপটি করে লুকিয়ে রয়েছে একটি বিড়াল।

Viral: মজার ধাঁধায় মজতে কে না ভালোবাসেন? বেশ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে নানান অপটিক্যাল ইলিউশন এবং নানান ব্রেন টিজার ভাইরাল হয় যা নিয়ে মাথা খাটিয়ে নাজেহাল হয়ে পড়েন নেটিজেনরা। সম্প্রতি ট্যুইটারে ভাইরাল হয়েছে একটি ছবি। ছবিটি আসলে ভারী যন্ত্রাংশের একটি দোকানের। ছবিতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি তাকে সাজানো রয়েছে অনেকগুলি কাঠ কাটার যন্ত্র। কিন্তু এই ছবিতে এমন কী রয়েছে যার জন্য তা ভাইরাল হল? আসলে ওই যন্ত্রগুলির মধ্যেই চুপটি করে লুকিয়ে রয়েছে একটি বিড়াল।
advertisement
ছবিটি ট্যুইট করেছেন আমেরিকার সাউথ ক্যারোলিনার বাসিন্দা মেরিসা এলিস। ছবিটি তাঁরই হার্ডওয়্যারের দোকানের। এলিস জানিয়েছেন, দুই খানা পোষ্য বিড়াল তয়েছে তাঁর। একটির নাম এমা, অন্যটির নাম ম্যাক্স। দুই বিড়ালই দুষ্টুমিতে কম যায় না। মাঝেমধ্যেই দুষ্টমি করে এদিক ওদিক লুকিয়ে পড়ে তারা। এই ভাইরাল হওয়া ছবিটিতে ওই যন্ত্রাংশের মধ্যে লুকিয়ে রয়েছে বিড়াল এমা।
advertisement
বলা বাহুল্য, ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল। ৬৫ হাজার মানুষ লাইক করেছেন এই ছবিটি। তবে জান প্রাণ খাটিয়েও লুকনো বিড়ালটিকে খুঁজে পেতে নাজেহাল নেটিজেনরা। আসলে এই ছবিতে মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমের কারণেই চোখে ধাঁধা লেগে যাচ্ছে। ভালো করে দেখুন একেবারে নীচের তাকের ডান দিকে লুকিয়ে আছে বিড়ালটি। যাঁরা হাজার চেষ্টা করেও পাচ্ছেন না বিড়ালের হদিস, তাঁদের জন্য সবার শেষে রইল সমাধান।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: তাকের মধ্যে লুকিয়ে একটি বিড়াল, কিন্তু খুঁজে পাচ্ছেন না ৯০% মানুষই! আপনি কি পেলেন?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement