Eels On Vancouver International Airport: বিমানবন্দরে অসংখ্য সাপের মতো ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা! ভাইরাল ভিডিও

Last Updated:

Video Of Eels Wriggling On Canada Airport: বিমানবন্দরে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কনভেয়র বেল্টের উপরে একটা ক্ষতিগ্রস্ত বক্স পড়ে আছে৷ সেই বক্স থেকে প্রথমে আধ মিটার লম্বা ঈল পিছলে মাটিতে পড়ে যায়।

ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরের চারিদিকে ছড়িয়ে আছে ঈল মাছ৷ (Photo Credit: X)
ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরের চারিদিকে ছড়িয়ে আছে ঈল মাছ৷ (Photo Credit: X)
ভ্যাঙ্কুভার: ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরের এক অদ্ভুত ভিডিও ভাইরাল হয়৷ সেই ভিডিওতে দেখা যাচ্ছে এয়ারপোর্ট জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য ঈল মাছ। সূত্র অনুসারে জানা যাচ্ছে, ঈলগুলি এয়ার কানাডার কার্গো বিমানে করে আসছিল৷ টরোন্টো থেকে এই মাছ ভ্যাঙ্কুভার বিমানবন্দরে এসেছিল৷
বিমানবন্দরে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কনভেয়র বেল্টের উপরে একটা ক্ষতিগ্রস্ত বক্স পড়ে আছে৷ সেই বক্স থেকে প্রথমে আধ মিটার লম্বা ঈল পিছলে মাটিতে পড়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে টারম্যাকে প্রায় এক ডজন ঈল বাইরে বেরিয়ে এসেছে৷ ভিডিওতে আরও দেখা যাচ্ছে একজন সেই দৃশ্য দেখে চিৎকার করছে৷
advertisement
advertisement
ডেইলি হাইভ কানাডা নামক এক ব্যক্তির রিপোর্ট অনুসারে, ভ্যাঙ্কুভার আন্তজার্তিক বিমানবন্দরে (YVR) ৭ জুলাই এই ঘটনাটি ঘটেছে৷ তিনি আরও জানান, ঘটনাটি ঘটার পর ঈলগুলিকে সংগ্রহ করে নিরাপদে ওগুলোকে প্যাক করা হয়েছিল৷
এয়ার কানাডার তরফ থেকে জানানো হয়েছে, ‘‘বিমান থেকে মাল নামানোর সময়, দুর্ভাগ্যবশত কনটেনার খুলে গিয়ে কয়েকটা ঈল পালিয়ে যায়৷’’ ভ্যাঙ্কুভার আন্তজার্তিক বিমানবন্দরের (YVR) যোগাযোগ বিশেষজ্ঞ তানিয়া ক্রওয়েল বলেছেন “যখন গ্রাউন্ড হ্যান্ডলাররা YVR এ একটি বিমান আনলোড করেছিল৷ সেখানেই ঘটনা ঘটেছিল৷ সৌভাগ্যক্রমে ঈলগুলিকে সংগ্রহ করে নিরাপদে পুনরায় প্যাকেজ করা হয়েছিল৷”
advertisement
advertisement
অনলাইনে শেয়ার করার পর থেকেই, ভিডিওটা ভাইরাল হতে শুরু করে৷ একজন নেটিজেন কমেন্ট সেকশেনে লেখেন, “আশা করি খুব ভাল করে মাছ গুলোকে রাখা হয়েছে৷ শুফি প্লেটের জন্য কত ভাল ঈল নষ্ট হয়ে গেল৷” এছাড়াও কমেন্ট সেকশেনে নানা রকম মজার ভিডিও ক্রমশ ভাইরাল হতে শুরু করে৷ তবে অনেকে এই দৃশ্যের সমালোচনাও করেছেন৷ তাঁরা ঈল গুলোকে আবার জলে ছেড়ে দেওয়ার দাবী জানান৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Eels On Vancouver International Airport: বিমানবন্দরে অসংখ্য সাপের মতো ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement