মাত্র ৬০০ মিলিলিটার ডিজেল পুড়িয়ে চাষ করবে ৩ বিঘা জমি, ছোট্ট এই মেশিনই অনায়াসে নিয়ে নেবে ট্র্যাক্টরের জায়গা; জানুন এর দাম
- Published by:Debolina Adhikari
- local18
Last Updated:
টিলারের রেঞ্জ হল ৬ অশ্বশক্তি থেকে ১০ অশ্বশক্তি পর্যন্ত। গুণমান এবং সংস্থার ভিত্তিতে এর দাম নির্ধারণ করা হয়। বাগানের চাষবাস এবং আখ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি।
শাহাজানপুর: আগেকার দিনে কৃষকরা বলদ দিয়ে জমি চাষ করতেন। কিন্তু ট্র্যাক্টর এবং একাধিক আধুনিক চাষের যন্ত্রপাতি চলে আসার ফলে কৃষকদের অনেক সুবিধা হয়েছে। আজকালকার যুগে ছোট ছোট কৃষকদের জন্যও এসে গিয়েছে আধুনিক কিছু যন্ত্রপাতিও। যার ফলে চাষবাসের প্রক্রিয়া হয়ে উঠেছে আরও সহজ। এই বিশেষ যন্ত্রগুলির মধ্যে অন্যতম হল ‘টিলার’। যা কৃষকদের জন্য অত্যন্ত উপযোগী হয়ে উঠতে পারে। বিশেষ করে যাঁরা আখ চাষ করেন, তাঁদের জন্য তো অসাধারণ।
মনকিরাত অ্যাগ্রোর মালিক এবং কৃষি সরঞ্জাম বিশেষজ্ঞ অবতার সিং বলেন, ‘‘ক্ষুদ্র কৃষকদের জন্য টিলার ভীষণই উপকারী সরঞ্জাম। টিলারের রেঞ্জ হল ৬ অশ্বশক্তি থেকে ১০ অশ্বশক্তি পর্যন্ত। গুণমান এবং সংস্থার ভিত্তিতে এর দাম নির্ধারণ করা হয়। বাগানের চাষবাস এবং আখ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি।
advertisement
advertisement
কীভাবে এটি কাজ করে?
অবতার সিং বলেন, আগে ক্ষুদ্র কৃষকরা বলদের সাহায্যে জমি চাষ করতেন। তবে এখন এই ‘টিলার’ এসে যাওয়ার ফলে আগাছা অনায়াসে পরিষ্কার করা সম্ভব। আর স্বল্প পরিমাণ ডিজেল ব্যবহার করে টিলার কৃষিকাজকে আরও সহজ করে তুলবে। কৃষকরা হাত দিয়েই চালাতে পারবেন এই টিলার। এর গায়ে থাকা ব্যাটারির মাধ্যমে তা চালু করতে হবে।
advertisement
মূল্য
অবতার সিং বলেন যে, টিলারের মূল্য শুরু হয় ৪৫ হাজার টাকা থেকে। আর তা হতে পারে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত। নির্মাতা এবং গুণমানের উপরেই নির্ভর করে এর দাম।
১ ঘণ্টায় কতটা কাজ করে?
অবতার সিং বলেন, প্রতি ঘণ্টায় ৬০০ গ্রাম থেকে ৮০০ মিলিলিটার ডিজেল লাগে ‘টিলারে’। এক একর জমি চাষ করে একটি টিলারের ঘণ্টা দুয়েক সময় লাগে। টিলারে রোটাভেটর এবং কাল্টিভেটর লাগিয়ে আগাছাও পরিষ্কার করা সম্ভব। এর পাশাপাশি তিনি আরও বলেন যে, ক্ষুদ্র কৃষকদের আয় বাড়াতে সাহায্য করছে সরকারও। আর টিলার কেনার জন্য এখন সরকার কৃষকদের ১৫ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকা ভর্তুকিও দিচ্ছে।
Location :
Shahjahanpur,Uttar Pradesh
First Published :
July 10, 2024 7:09 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মাত্র ৬০০ মিলিলিটার ডিজেল পুড়িয়ে চাষ করবে ৩ বিঘা জমি, ছোট্ট এই মেশিনই অনায়াসে নিয়ে নেবে ট্র্যাক্টরের জায়গা; জানুন এর দাম