Ice Cream Truck Gets Carried Away By Tide: জোয়ারের ধাক্কায় ভেসে গেল আস্ত একটা আইসক্রিমের ভ্যান! সমুদ্র সৈকতে অদ্ভুত কাণ্ড!

Last Updated:

Ice Cream Truck Gets Carried Away By Tide: জোয়ারের ধাক্কায় সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে একটা আস্ত আইসক্রিম ভ্যান। রবিবার ঘটনাটি ঘটে ইংল্যান্ডের কর্নওয়ালের এক সৈকতে৷ রবিবার হার্লিন উপসাগরের সৈকতে রাখা একটা আইসক্রিমের ভ্যান জলে চলে যাচ্ছিল৷

জোয়ারের ধাক্কায় সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে একটা আস্ত আইসক্রিম ভ্যান।
জোয়ারের ধাক্কায় সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে একটা আস্ত আইসক্রিম ভ্যান।
লন্ডন: জোয়ারের ধাক্কায় সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে একটা আস্ত আইসক্রিম ভ্যান। রবিবার ঘটনাটি ঘটে ইংল্যান্ডের কর্নওয়ালের এক সৈকতে৷ রবিবার হার্লিন উপসাগরের সৈকতে রাখা একটা আইসক্রিমের ভ্যান জলে চলে যাচ্ছিল।
ভ্যানটিকে বাঁচানোর চেষ্টায় সমুদ্র সৈকতে উপস্থিত বিশাল জনতা জলে নেমেছিল৷ যদিও তাঁদের সবরকম প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ভ্যানটিকে বাঁচানোর জন্য একটা উদ্ধারকারী ট্রাককে সেখানে পাঠানো হয়৷ জোয়ার কমে যাওয়ার পর, ট্রাকটিকে ভ্যানটিকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়।
advertisement
advertisement
advertisement
ঘটনাটি ঘটার আগের মুহূর্তে চালক গাড়িতে ছিলেন না৷ একজন কোস্ট গার্ড রিচার্ড হিগম্যান ‘স্কাই নিউজ’কে বলেছেন ট্রাকটি ভেসে যাওয়ার আগে চালক সৈকতে আইসক্রিম বিক্রি করছিল। তিনি আরও বলেছিলেন জোয়ারের সময় সমুদ্রের জল গাড়িটিকে ছাপিয়ে যায়৷ সঙ্গে সঙ্গে এই ভ্যান প্লাবিত হয়ে গিয়েছিল৷ এই সময় চালকটি আইসক্রিম ভ্যান বন্ধ করে দিয়েছিলেন৷ তিনি আরও বলেন “সৈকতে সেই সময় অনেকে একটা দড়ি পেয়েছিল, সেই দিয়েই অনেকে ভ্যানটা টানার চেষ্টা করেছিল৷ কিন্তু ওরা ব্যর্থ হয়েছিল৷।”
advertisement
সেইদিন সৈকতে বেশ ভিড় ছিল৷ সম্ভবত ব্যবসা করার মাথায় রেখেই তিনি ভ্যানটিকে অনেক দূর নিয়ে গিয়েছিলেন৷ কিন্তু তারপরে জোয়ার আসতে শুরু করে ফলে তখন আর সে গাড়ি চালাতে পারেনি। সামনের টায়ারটি বালিতে চলে গিয়েছিল। একজন এইচএম কোস্টগার্ডের তরফে জানানো হয়েছে, ৯:৪৫ এর সময় যখন জল স্তর অনেকটা নামতে শুরু করেছে তখন ভ্যানটিকে উদ্ধার করা সম্ভব হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ice Cream Truck Gets Carried Away By Tide: জোয়ারের ধাক্কায় ভেসে গেল আস্ত একটা আইসক্রিমের ভ্যান! সমুদ্র সৈকতে অদ্ভুত কাণ্ড!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement