মালদহ থেকে বালুরঘাট, বঙ্গ বিজেপি-র জনসংযোগে মিঠুন চক্রবর্তী, কটাক্ষ তৃণমূলের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিজেপির এই পরিকল্পনাকে অবশ্য গুরুত্ব দিতে রাজিই নয় তৃণমূল কংগ্রেস।
#মালদহ: বাংলার দূর্গাপুজোয় মিঠুন আবেগকে কাজে লাগাতে তৎপর বঙ্গ বিজেপি ৷ আগামিকাল থেকেই বালুরঘাট থেকে বর্ধমান জনসংযোগ সারবেন মিঠুন চক্রবর্তী। যাবেন একাধিক পুজো মণ্ডপে৷ পুজো উদ্বোধন করানো হবে তাঁকে দিয়েই। বিজেপির এই পরিকল্পনাকে অবশ্য গুরুত্ব দিতে রাজিই নয় তৃণমূল কংগ্রেস।
জনসংযোগে এবার বিজেপি-র ভরসা মিঠুন চক্রবর্তী। কলকাতার পাশাপাশি বালুরঘাট, বর্ধমান, বোলপুরে পুজো উদ্বোধন করতে পারেন তিনি। বিজেপির EZCC-র পুজোয় অমিত শাহের সঙ্গেও দেখা যেতে পারে মিঠুনকে । হঠাৎ করে পুজোর মুখে মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে বিজেপি-র কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতারা। গতকালই কলকাতা এসে পৌঁছে গিয়েছেন মিঠুন চক্রবর্তী। আজ রাতের দার্জিলিং মেলেই তিনি রওনা হয়ে যাবেন মালদহের উদ্দেশ্যে। আগামিকাল তাঁর মালদহ ও বালুরঘাটে পুজো উদ্বোধন করার কথা ৷ এর পর বীরভূম ও বর্ধমানের। সূত্রের খবর, আগামিকাল বালুরঘাটে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের পুজোর উদ্বোধনে যেতে পারেন ‘মহাগুরু’। পরে অবশ্য কলকাতার বেশ কয়েকটি পুজোয় মিঠুন চক্রবর্তী যেতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও এ'বিষয়ে দলের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে EZCC-তে বিজেপির তরফে যে পুজোর আয়োজন করা হচ্ছে, সেখানে সামিল হবেন মিঠুন।
advertisement
advertisement
বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গেও দেখা যেতে পারে তাঁকে। ওয়াকিবহাল মহলের দাবি, পুজোয় এক্সট্রা মাইলেজ পেতেই মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে বিজেপি।তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মিঠুন চক্রবর্তী একজন সফল অভিনেতা । অভিনেতা হিসাবে আমাদেরও প্রিয়৷ রাজনৈতিক মিঠুন চক্রবর্তী সুবিধাবাদী। তিনি জ্যোতি আঙ্কেল বলতেন, তারপর হয়ে গেল বুদ্ধদা। মমতা বন্দোপাধ্যায় ওঁকে রাজ্যসভায় পাঠালেন। উনি মাঝপথে তা ছেড়ে, মমতা বন্দোপাধ্যায়ের পিঠেই ছুরি মারলেন। জাত গোখরো থেকে জল ঢোঁড়া হলেন। মানুষ সুবিধাবাদ মেনে নেয় না। উনি যত প্রচারে নামবেন, তত বুঝবেন ওঁরা কত বিচ্ছিন্ন। ”
advertisement
তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “মিঠুন চক্রবর্তী আসছেন তা ভাল কথা। কিন্তু খবরদার, কাউকে এক ছোবলে ছবি করে দেবেন না।” যদিও তৃণমূল নেতাদের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
ABIR GHOSHAL
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2022 2:41 PM IST








